নির্বাচনের আগে বিশ্ব ইজতেমার জমায়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৬ সালের গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনের পূর্ববর্তী সময়ে টঙ্গী ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমাসহ সকল প্রকার সমাবেশ বা কর্মসূচি পালন না করার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ (৩০ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)-কে পাঠানো এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে জানানো হয় যে, আগামী ২-৪ জানুয়ারি 'খুরুজের জোড়' এবং ২২-২৪ জানুয়ারি 'বিশ্ব ইজতেমা-২০২৬' আয়োজনের জন্য টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহারের অনুরোধ জানানো হয়েছিল।
তবে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরবিচ্ছিন্ন নির্বাচন এবং গণভোট নিশ্চিত করার প্রয়োজনীয়তা বিবেচনা করে, মন্ত্রণালয় আইজিপি-কে নির্বাচনের পূর্ববর্তী সময়ে উক্ত ভেন্যুতে 'খুরুজের জোড়' ও 'বিশ্ব ইজতেমা'সহ যেকোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।
চিঠিতে আরও বলা হয়, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এই নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা এবং প্রশাসনিক প্রস্তুতির স্বার্থে নির্বাচনের সময় টঙ্গী ইজতেমা ময়দানকে সব ধরনের সমাবেশমুক্ত রাখা জরুরি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পূর্ণ সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।
