বহিষ্কৃত যুবদল নেতার 'চাঁদাবাজির' প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলা, কারওয়ান বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের এক মানববন্ধনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। হামলার জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ীদের অভিযোগ, গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যুবদলের বহিষ্কৃত নেতা আব্দুর রহমান কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছেন। এই চাঁদাবাজির প্রতিবাদে আজ সকালে ব্যবসায়ীরা একটি মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন চলাকালে আব্দুর রহমানের অনুসারীরা লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে বাজারের সাধারণ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
আন্দোলনরত ব্যবসায়ীদের দাবি, পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় কারওয়ান বাজারের সব দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা রাজপথে নামতে বাধ্য হবেন। হামলার পরপরই ব্যবসায়ীরা এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন।
তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আব্দুর রহমান নামের একজনের বিরুদ্ধে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিল। আগেও তারা এমন মানববন্ধন করেছে। আজকের মানববন্ধনের সময় আশপাশে পুলিশও ছিল। হঠাৎ অতর্কিতভাবে কয়েকজন এসে তাদের ব্যানার কেড়ে নিতে চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ঘটে। পরবর্তীতে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।'
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তবে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কারওয়ান বাজার এলাকায় অবস্থান নিয়েছেন।
