ইংরেজি প্রশ্ন ‘অস্বাভাবিক কঠিন’: বিতর্কের মুখে দক্ষিণ কোরিয়ায় ভর্তিপরীক্ষা প্রধানের পদত্যাগ
আট ঘণ্টা দীর্ঘ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা 'সুনেং' এমনিতে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে পরিচিত। কিন্তু এবারের পরীক্ষায় ইংরেজি প্রশ্নের ভাষা ও বিষয়বস্তু এতটাই দুর্বোধ্য ছিল যে, খোদ ভর্তি পরীক্ষার প্রধানকে 'বিশৃঙ্খলা'র দায় নিয়ে পদত্যাগ করতে হয়েছে।
দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির হওয়ার জন্য অপরিহার্য এ পরীক্ষা দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন সেটা নির্ধারণ ছাড়াও ভবিষ্যতের চাকরি, আয়-রোজগার, এমনকি ভালো জীবনসঙ্গী পাওয়ার বিষয়টিও অনেকাংশে নির্ভর করে এই পরীক্ষার ফলের ওপর।
তবে এবারের পরীক্ষায় ইংরেজি প্রশ্নপত্র নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। নিজের ভুল স্বীকার করে এবারের ভর্তি পরীক্ষার প্রধান ওহ সেউং-কিওল বলেন, 'প্রশ্ন কঠিন হওয়া নিয়ে যে সমালোচনা হচ্ছে, আমরা তা আন্তরিকভাবে মেনে নিচ্ছি।' কয়েক দফা যাচাই-বাছাইয়ের পরও প্রশ্নপত্রটি মানসম্মত হয়নি বলে তিনি স্বীকার করেন।
এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের মাত্র ৭০ মিনিটে ৪৫টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এর মধ্যে কিছু প্রশ্ন ছিল বেশ জটিল। সবচেয়ে বেশি ভুগিয়েছে দার্শনিক ইমানুয়েল কান্টের আইনের দর্শন এবং ভিডিও গেমের পরিভাষা (জার্গন) সংক্রান্ত প্রশ্নগুলো।
বিশেষ করে ভিডিও গেম নিয়ে তিন নম্বরের একটি প্রশ্ন শিক্ষার্থীদের ঘাম ঝরিয়ে দিয়েছে। সেখানে একটি জটিল অনুচ্ছেদের মধ্যে সঠিক জায়গায় একটি বাক্য বসাতে বলা হয়েছিল। বাক্যটি ছিল ভিডিও গেমের 'অবতার' এবং 'ভার্চ্যুয়াল বাস্তবতা' নিয়ে। প্রশ্নটি এমনভাবে করা হয়েছিল যে, অনেক শিক্ষার্থী কিছুই বুঝতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট-এ একজন লিখেছেন, 'এটি শুধুমাত্র নিজের পাণ্ডিত্য জাহির করার ভাষা।' আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বাজেভাবে লেখা এই প্রশ্ন দিয়ে মূল কথার কোনো পরিষ্কার ধারণা পাওয়া অসম্ভব।'
আরেক পরীক্ষার্থী বলেন, 'প্রশ্নগুলো বুঝতেই আমার অনেক সময় চলে গেছে। অনুচ্ছেদগুলো অনেক প্যাঁচালো ছিল। উত্তরগুলোও দেখতে প্রায় একই রকম মনে হচ্ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত আমি দ্বিধায় ছিলাম।'
গত বছর যেখানে ৬ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে সর্বোচ্চ গ্রেড পেয়েছিলেন, এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩ শতাংশে।
প্রশ্নপত্র নিয়ে শিক্ষাবিদদের মধ্যেও মতভেদ দেখা দিয়েছে। ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক জং চে-কোয়ানের মতে, প্রশ্নগুলো কঠিনের চেয়ে বেশি 'বিভ্রান্তিকর' ছিল।
তিনি বলেন, 'এ ধরনের প্রশ্ন শিক্ষার প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে যায় না। এতে শিক্ষার্থীরা ইংরেজি ভাষা শেখার বদলে পরীক্ষায় পাস করার শর্টকাট কৌশল বা তোতাপাখির মতো মুখস্থবিদ্যার ওপর নির্ভর করতে বাধ্য হয়। অনেক সময় পুরো অনুচ্ছেদ না পড়েই শুধু কৌশল খাটিয়ে উত্তর দেওয়া হয়।'
সমালোচকরা বলছেন, বিভিন্ন বই থেকে প্রসঙ্গের বাইরে গিয়ে অনুচ্ছেদ তুলে দেওয়ায় অর্থ বোঝা কঠিন হয়ে পড়েছে। যেমন ভিডিও গেমের প্রশ্নটি স্টিভ সুইংকের 'গেম ফিল' নামের একটি বই থেকে হুবহু তুলে দেওয়া হয়েছিল।
তবে হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের অধ্যাপক কিম সু-ইওন মনে করেন, এমন প্রশ্ন জরুরি। তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ে উঠে শিক্ষার্থীরা যে ধরনের জটিল পড়াশোনার মুখোমুখি হবে, তা সামাল দেওয়ার সক্ষমতা যাচাইয়ের জন্যই এমন প্রশ্ন করা হয়েছে।'
১৯৯৩ সালে এই পরীক্ষা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১২ জন সুনেং পরীক্ষার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে মাত্র ৪ জন তাদের তিন বছরের মেয়াদ পূর্ণ করতে পেরেছেন। বেশির ভাগই প্রশ্নপত্রে ভুলের দায় নিয়ে সরে দাঁড়িয়েছিলেন। তবে প্রশ্ন 'অতিরিক্ত কঠিন' হওয়ার দায়ে পদত্যাগের ঘটনা এটাই প্রথম।
