কোরীয় ভক্তরা কেন এতটা আবেগপ্রবণ? যেভাবে ভক্তদের মন জুগিয়ে চলেন এই ‘স্কুইড গেম’ তারকা
টিভি সিরিজ, বিজ্ঞাপন হোক কিংবা ফ্যাশন শো—দক্ষিণ কোরিয়ায় এখন সর্বত্রই লি জাং-জের মুখ। 'স্কুইড গেম' সিরিজের অভাবনীয় সাফল্য তাকে শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে এনে দিয়েছে তারকাখ্যাতি। প্রথম কোরীয় হিসেবে অভিনয়ের জন্য জিতেছেন এমি অ্যাওয়ার্ড, নাম লিখিয়েছেন 'স্টার ওয়ার্স'-এর মতো বড় ফ্র্যাঞ্চাইজিতে। কিন্তু এই খ্যাতির সঙ্গে দক্ষিণ কোরিয়ায় জড়িয়ে আছে এক অন্য রকম বিড়ম্বনা—ভক্তদের আকাশছোঁয়া প্রত্যাশা আর কড়া নজরদারি। এই চাপ সামলে কীভাবে পথ চলছেন লি জং-জে?
দক্ষিণ কোরিয়ায় তারকাদের ঘিরে ভক্তদের আবেগ ঠিক যেন পরিবারের সদস্যদের মতো। প্রিয় তারকার সাফল্য যেমন তাদের নিজেদের অর্জন, তেমনি সামান্য বিচ্যুতিও তাদের কাছে বড় আঘাত। এই তীব্র ভালোবাসাই কখনো কখনো তারকাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এমন ঘটনাও ঘটেছে, যেখানে ভক্তদের সমালোচনায় তারকাদের ক্যারিয়ার থমকে গেছে, কেউ বা বেছে নিয়েছেন আত্মহননের মতো পথ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লি জাং-জে ভক্তদের এই প্রত্যাশার চাপ নিয়ে কথা বলেন। তার মতে, 'কোরিয়ার ভক্তরা তারকাদের পরিবারের সদস্যের মতোই ভালোবাসেন। তাই তাদের প্রত্যাশাও থাকে অনেক বেশি।'
তবে ভক্তকুলের এই গভীর ভালোবাসাই অনেক সময় অতিরিক্ত আবেগের কারণ হয়ে দাঁড়ায়। যখন কোনো তারকা ভক্তদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন, তখন বিষয়টি তারা ব্যক্তিগতভাবে নেন এবং তীব্র প্রতিক্রিয়া দেখান, যা তারকাদের জন্য মানসিক চাপের কারণ হয়ে ওঠে।
লি জাং-জে-কে যে সমালোচনা সইতে হয়নি, তাও নয়। ১৯৯৯ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তার লাইসেন্স স্থগিত করা হয়। এর তিন বছর পর আবারও একই অপরাধ করেন তিনি। তখন তৎকালীন স্থানীয় গণমাধ্যম তাকে 'কলঙ্ক' হিসেবে আখ্যা দিলেও, আজকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার না থাকায় সেই ঘটনা তার সম্ভাবনাময় ক্যারিয়ারকে বাধাগ্রস্ত করতে পারেনি। এই ঘটনা সম্প্রতি ঘটলে পরিস্থিতি ভিন্ন হয়তো ভিন্ন হতে পারতো।
অতীতের সেই ভুলের জন্য আজও অনুতপ্ত লি জং-জে। সময়ের সঙ্গে সঙ্গে শিখেছেন কীভাবে ভক্তদের প্রত্যাশা সামলে চলতে হয়। বিনয়ী ও নিরহংকার তারকা হিসেবেই এখন তার পরিচিতি। তিনি মনে করেন, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ভক্তদের আরও সক্রিয় করে তুলেছে। তাই তারকাদের এখন অনেক বেশি সতর্ক থাকতে হয়।
হানইয়াং ইউনিভার্সিটির গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের অধ্যাপক জায়েয়ন লি এই সংস্কৃতির ব্যাখ্যা দিয়েছেন 'জাং' (jeong) বা এক ধরনের সম্মিলিত বন্ধনের ধারণার মাধ্যমে। তিনি বলেন, কোরীয় সম্পর্কের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, এখানকার মানুষ একে অপরের প্রতি গভীর স্নেহ দেখায়, একে অপরের কাছে মান বজায় রাখার প্রত্যাশা করে। আর যখন কোনো ব্যক্তি, এমনকি যদি তিনি তারকাও হন, যার সঙ্গে মানুষের ব্যক্তিগত কোনো যোগাযোগ নেই, সেই প্রত্যাশা থেকে বিচ্যুত হন, তখন তা ভক্তদের মাঝে 'হতাশা এবং বিশ্বাসঘাতকতার অনুভূতি' তৈরি করে।
লি জং-জের সহ-অভিনেতা চোই সেউং-হিউন, যিনি কে-পপ র্যাপার হিসেবে টি.ও.পি নামে বেশি পরিচিত, এর একটি বড় উদাহরণ। ২০১৭ সালে গাঁজা সেবনের অভিযোগে তাকে ১০ মাসের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই ঘটনার পর তিনি বহু বছর জনসম্মুখে আসেননি। অবশেষে 'স্কুইড গেম'-এর দ্বিতীয় সিজনে তাকে দেখা যায়।
তবে অন্য অনেক কোরীয় তারকা, বিশেষ করে নারীশিল্পীরা, এর চেয়েও ছোটখাটো ভুলের জন্য কঠোর সমালোচনার শিকার হয়েছেন এবং পার্শ্বচরিত্রে চলে যেতে বাধ্য হয়েছেন।
সম্প্রতি 'স্কুইড গেম'-এর দ্বিতীয় সিজন মুক্তির পরপরই এক রাজনীতিবিদের সঙ্গে তার পুরোনো একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। পরে তাকেই বিষয়টি বুঝিয়ে সেই পরিস্থিতির সামাল দিতে হয়। লি বলেন, 'মাঝে মাঝে ভাবি, আমাকে নিয়ে তৈরি সব গুজবের কি জবাব দেওয়া উচিত? কিন্তু এখন মেনে নিয়েছি, এটা এই পেশারই অংশ।'
সমালোচকেরা তার অতীতের ভুল নিয়ে কথা বললেও, সহকর্মী ও পরিচালকদের কাছে লি জাং-জে একনিষ্ঠ এক অভিনেতা। 'স্কুইড গেম'-এর পরিচালক হোয়াং দং-হিউক জানান, 'প্লেয়ার ৪৫৬' চরিত্রের জন্য লি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন কমান, এক বছর ধরে শুধু সেদ্ধ সবজি খেয়েছেন। হোয়াং-এর ভাষায়, 'লি তার তারকাখ্যাতি নিয়ে আত্মতুষ্টিতে ভোগেন না।'
বিনোদন জগতে ৩০ বছরের দীর্ঘ অভিজ্ঞতা থেকে লি জাং-জে ভক্তদের খুশি রাখার একটি রহস্য খুঁজে পেয়েছেন। তিনি জানান, এমন কোনো খলচরিত্রে অভিনয় করবেন না, যাকে দর্শক কখনো ক্ষমা করতে পারবে না।
'এমন কিছু খলনায়ক আছেন, যাদের পর্দায় দেখতে ভালো লাগে। কিন্তু পুরোপুরি একজন মন্দ মানুষের চরিত্রে আমি অভিনয় করব না। কারণ আমি জানি, আমার ভক্তরা তা কখনোই মেনে নেবে না,' বলেন তিনি।
