মদিনার কাছে বাস-ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষ, ৪২ ভারতীয় ওমরাহ যাত্রীর মৃত্যুর আশঙ্কা
মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় আজ সোমবার (১৭ নভেম্বর) ভোররাত দেড়টার দিকে মুফরিহাট নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে বহু মহিলা ও শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের অনেকেই হায়দ্রাবাদের বাসিন্দা। প্রাথমিক হিসাবে বাসে দুর্ঘটনার সময় প্রায় ২০ জন মহিলা এবং ১১ জন শিশু ছিলেন।
হজ পালন শেষে যাত্রীরা মক্কা থেকে মদিনা আসছিলেন। দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র অনুযায়ী ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেননি।
হায়দ্রাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি একাধিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, সৌদিতে যাত্রীদের নিয়ে যাওয়া হায়দরাবাদ-ভিত্তিক দুই ট্রাভেল এজেন্সির সঙ্গে তিনি কথা বলেছেন। রিয়াদে ভারতীয় দূতাবাস ও বিদেশ সচিবের সঙ্গেও ওমরাযাত্রীদের তথ্য ভাগ করেছেন। এছাড়া দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু মাথেন জর্জের সাথেও তিনি কথা বলেছেন।
ওয়াইসি কেন্দ্রীয় সরকার, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হয়।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি মুখ্য সচিব ও ডিজিপিকে দুর্ঘটনা–সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।
