রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির
রাজধানীর উত্তরা ব্যাটালিয়ন কোয়ার্টারের সামনে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত মো. হাফিজ মাহমুদ (৪২) নড়াইলের লোহাগাড়া উপজেলার আড়পাড়া গ্রামের মুরাদ উদ্দিন আহমেদের ছেলে। তিনি সাভারের রামচন্দ্রপুর এলাকায় থাকতেন।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরের দিকে তার মরদেহ ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে উত্তরা ব্যাটালিয়ন কোয়ার্টারের সামনে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা স্থানীয়দের কাছে জানতে পারি, নিহত ব্যক্তি রেললাইন দিয়ে অসাবধানতাবশত হেঁটে যাওয়ার সময় হঠাৎ জামালপুর এক্সপ্রেস ট্রেন হাফিজকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
