বেয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার বিষয়ে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান ভালো বলতে পারবে: ডিএমটিসিএলের প্রকৌশলী
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বেয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে আবুল কালাম (৩৫) নামে এক পথচারী নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সহকারী প্রকৌশলী (সিভিল) মো. আরিফুর রহমান বলেছেন, 'আমরা এখনো পুরোপুরি বুঝি না, ত্রুটির বিষয়ে জাপানিরা বলতে পারবে।'
আজ রোববার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি এ কথা বলেন।
দুর্ঘটনার কারণ হিসেবে আরিফুর রহমান বলেন, 'আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এ দুর্ঘটনা ডিজাইন ও ইনস্টালেশনের ত্রুটির কারণে হতে পারে। মেট্রোরেলের ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে এখনো আমরা পুরোপুরি বুঝে নিইনি। তাদের ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড চলছে এখনো। এই অংশের ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠান জাপানি। এই দুর্ঘটনার বিষয়ে তারাই বিস্তারিত বলতে পারবে।'
'আমরা এ বিষয়ে এখনো পুরোপুরি বুঝি না', যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, 'গত বছরের দুর্ঘটনার পরে জাপানিরা বেয়ারিং প্যাডগুলো নিয়মিত মনিটরিং করার পরামর্শ দিয়েছিলেন। আমরা সে অনুযায়ী নিয়মিত মনিটরিং করতাম এবং এ কাজে ড্রোনও ব্যবহার করেছি। আমাদের পর্যবেক্ষণে কোনো ত্রুটি ধরা পড়েনি। আজকের দুর্ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত।'
শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও এমন দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে আরিফুর রহমান বলেন, 'এ ধরনের দুর্ঘটনা বিভিন্ন দেশে ঘটেছে। তবে এমন দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা জাপানি কোম্পানিকে আগ থেকেই বলে আসছি সমস্যাগুলোর স্থান ও কারণগুলো চিহ্নিত করতে। কিন্তু পরামর্শক প্রতিষ্ঠান বলে আসছে কোনো ত্রুটি নেই, অল ওকে।'
