যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা রুখতে ভেনেজুয়েলায় নতুন স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপনাস্ত্র পাঠালো রাশিয়া
ভেনেজুয়েলায় রুশ বিমানবাহিনী নতুন স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপনাস্ত্র পাঠিয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা উপদেষ্টা আলেক্সেই ঝুরাভলেভ।
রুশ ইল-৭৬ বিমান ব্যবহার করে এসব অস্ত্র পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে মাঝারি পাল্লার 'বুক-এম২' এবং স্বল্পপাল্লার 'প্যানৎসির'।
ঝুরাভলেভ বলেন, 'রাশিয়া আসলে ভেনেজুয়েলার অন্যতম প্রধান সামরিক-প্রযুক্তি অংশীদার। ছোট অস্ত্র থেকে শুরু করে যুদ্ধবিমান পর্যন্ত প্রায় সব ধরনের অস্ত্র আমরা সরবরাহ করি।'
তিনি আরও জানান, রুশ তৈরি 'সু-৩০এমকে২' যুদ্ধবিমান ভেনেজুয়েলা বিমানবাহিনীর মূল শক্তি। এছাড়া একাধিক 'এস-৩০০ভিএম' ব্যাটালিয়ন সরবরাহের ফলে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিমান হামলা থেকে রক্ষা করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
যদিও ২০০০ এর শেষভাগ ও ২০১০-এর শুরুর দিকে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনেছিল ভেনেজুয়েলা, তবে গত এক দশকে তেমন উল্লেখযোগ্য কোনো অস্ত্র সরবরাহের খবর জানা যায়নি।
ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক 'বুক-এম২' ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকি দেখা দিলে এসব ব্যবস্থা একাধিকবার পুনঃমোতায়েন করা হয়েছে।
অক্টোবরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত আকাশ প্রতিরক্ষা মহড়াতেও এসব 'বুক-এম২' ছিল কেন্দ্রে। এ ক্ষেপণাস্ত্র একসঙ্গে ২৮টি লক্ষ্য শনাক্ত করতে পারে এবং সর্বোচ্চ ৪৫ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উল্লেখ্য, 'বুক-এম২' সিরিয়াতেও যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।
ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে, বিশেষ করে অফ-রোডে পরিচালনার জন্য নির্মিত এবং বহুল ব্যবহৃত রুশ এস-৪০০-এর চেয়েও বেশি গতিশীল 'এস-৩০০ভিএম'। যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চালায়, তবে তা তাদের জন্য বিশেষ চ্যালেঞ্জ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের পাশাপাশি পাল্টা আঘাতের সক্ষমতা গড়ে তুলতে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাবনাও প্রবল।
আগেও কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বাড়লে রাশিয়া 'টু-১৬০' কৌশলগত বোমারু বিমান ভেনেজুয়েলার ঘাঁটি থেকে পরিচালনা করেছে। তবে এবার উচ্চ মূল্যসম্পন্ন মোবাইল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হলে তা ভেনেজুয়েলার প্রতিরক্ষা খাতে আরও বড় প্রভাব ফেলতে পারে এবং যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য হামলা থেকে বিরত রাখার সক্ষমতা তৈরি করতে পারে।
