নিউইয়র্ক মেয়র নির্বাচন: কুমোকে ভোট দিতে আহ্বান ট্রাম্পের, মামদানি জিতলে তহবিল ছাঁটের হুমকি
নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে অ্যান্ড্রু কুমোর পক্ষে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে তিনি ভোটারদের বামপন্থী প্রার্থী জোহারান মামদানি নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন।
সোমবার সন্ধ্যায় ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, 'আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুমোকে পছন্দ করুন বা না করুন, আপনার কিন্তু আর কোনো বিকল্প নেই। আপনাকে তাকেই ভোট দিতে হবে এবং আশা করতে হবে সে দুর্দান্ত কাজ করবে। তিনি সক্ষম, মামদানি নয়।'
'আমি কুমোর প্রতি বিশেষ আগ্রহী নই, তবে যদি খারাপ ডেমোক্র্যাট এবং একটি কমিউনিস্টের মধ্যে নির্বাচন করতে হয়, আমি সবসময় খারাপ ডেমোক্র্যাটকে বেছে নেব,' বলেন ট্রাম্প।
যদিও দীর্ঘদিন ধরে ট্রাম্পের সমালোচক এবং আগে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নিউ ইয়র্কের গভর্নর কুমো ট্রাম্পের সমর্থনকে খুব একটা গুরুত্ব দেননি। তিনি বলেন, 'তিনি (ট্রাম্প) আমাকে সমর্থন করছেন না। তিনি শুধু মামদানির বিরোধিতা করছেন।'
ট্রাম্প আগে জানিয়েছিলেন, যদি মামদানি নির্বাচিত হন, তিনি নিউ ইয়র্কে অতিরিক্ত ফেডারেল তহবিল পাঠাতে অনিচ্ছুক, কেবল প্রয়োজনীয় সর্বনিম্ন অর্থ পাঠাবেন।
রবিবারের এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প মামদানিকে ভুলভাবে 'কমিউনিস্ট' হিসেবে উল্লেখ করে বলেন, 'কমিউনিস্ট যদি নিউ ইয়র্ক চালায়, আপনি যে অর্থ পাঠাচ্ছেন তা কেবল নষ্ট হবে।'
তিনি আরও বলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কে কেবল প্রয়োজনীয় সর্বনিম্ন ফেডারেল তহবিল পাঠানো হবে। চলতি অর্থবছরে নিউইয়র্ক সিটি ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার ফেডারেল তহবিল পেয়েছে।
অন্যদিকে, জোহারান মামদানি ট্রাম্পের এই পদক্ষেপকে 'হুমকি' হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসন প্রায়শই ডেমোক্র্যাটিক শাসিত অঞ্চলগুলোর ফেডারেল তহবিল আটকে দেওয়ার চেষ্টা করেছে। মামদানি বলেন, 'ম্যাগা আন্দোলনে ট্রাম্প আর অ্যান্ড্রু কুমোর আলিঙ্গন স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে, নিউ ইয়র্ক সিটির জন্য নয়, নিউ ইয়র্কারদের জন্য নয়, শুধুমাত্র ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য তিনিই (কুমো) সবচেয়ে সুবিধাজনক মেয়র।'
মতামত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী মামদানি কুমোর চেয়ে এগিয়ে আছেন। কুমো ডেমোক্র্যাট প্রাইমারিতে হেরে স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এই প্রতিযোগিতায় বেশ পিছিয়ে। ট্রাম্প, যিনি নিজেও রিপাবলিকান, স্লিওয়াকে সমর্থন না দিয়ে লিখেছেন, 'কার্টিস স্লিওয়াকে ভোট দেওয়া মানে মামদানিকে ভোট দেওয়া।'
যদি মামদানি নির্বাচিত হন, তিনি শহরের প্রথম মুসলিম মেয়র এবং এক শতাধিক বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র হবেন।
অন্যদিকে, কুমো নিজেকে একমাত্র প্রার্থী হিসেবে তুলে ধরেছেন, যিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোকাবিলা করার জন্য যথেষ্ট অভিজ্ঞ। কোভিড-১৯ মহামারির সময় নিউইয়র্কের গভর্নর হিসেবে তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছিলেন।
