অক্টোবরে পণ্য রপ্তানি কমেছে ৭.৪৩ শতাংশ
আগের দুই মাসের মতো অক্টোবেরেও বাংলাদেশের পণ্য রপ্তানি কমেছে ৭.৪৩ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবরে বাংলাদেশ ৩.৬৩ ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪.১৩ বিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে কেবল জুলাই মাস ছাড়া পরবর্তী টানা তিন মাস রপ্তানি কমেছে।
তবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২.২২ শতাংশ। গত চার মাসে বাংলাদেশ মোট ১৬.১৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, যার আগের অর্থবছরের একই সময়ের ছিল ১৫.৭৯ বিলিয়ন ডলার।
