অনলাইনে আয়কর রিটার্ন দাখিল না করতে পারা করদাতাদের আবেদন সময় বাড়ল
 
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল না করতে পারা করদাতাদের আবেদনের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে তিনি আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ আবেদন করতে পারবেন।
বলা হয়, করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনার অনুমোদন করলে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।
প্রসঙ্গত, এতদিন কর দাতাদের জন্য এই আবেদন করার সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা ছিল।

 
             
 
 
 
 
