নির্বাচন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, 'জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রর চূড়ান্ত তালিকা সোমবার (২৭ অক্টোবর) প্রকাশ করা হবে।'
রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আখতার আহমেদ বলেন, 'এনসিপির প্রতীক ও রাজনৈতিক দল নিবন্ধনসহ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চলতি সপ্তাহের মধ্যে শেষ করব। মাঠ থেকে দল নিবন্ধনের তথ্য আসছে, তা পর্যালোচনা করতে সময় লাগছে।'
ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অগ্রগতি কতদূর জানতে চাইলে তিনি বলেন, 'সবকিছু শতভাগ করা সম্ভব নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু জায়গায় এডজাস্টমেন্ট, কিছু বিষয় আগেই কমপ্লিট করেছি, কিছু বিষয়ে অপেক্ষা করতে হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে।'
তিনি আরও বলেন, 'আরপিও সংশোধন নিয়ে বিএনপি চিঠি দিয়েছে। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ বা পরিস্থিতি হয়নি।'
জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি সরাসরি জবাব না দিয়ে বলেন, 'প্রতীকের ব্যাপারটি আমরা পরে জানাব।'
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কবে শেষ হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, 'দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায় থেকে কিছু বাড়তি তথ্য এসেছে। এটা পর্যালোচনা চলছে। এ সপ্তাহের ভেতরে হবে। কারণ, আমাদেরও তো একটা দায় আছে, আমাদের দিক থেকে তাগিদ আছে।'
আরপিও সংশোধন বিষয়ে বিএনপির আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, 'আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) নিয়ে বিএনপি থেকে চিঠি দিয়েছে। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।'
এদিকে রোববার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে কমনওয়েলথের একটি প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন। আগামী ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তারা এ সাক্ষাৎ করে।
কমনওয়েলথের ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, 'কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং ইসির কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রগতিতে তারা সন্তুষ্ট।'
তিনি জানান, কমনওয়েলথ ডেলিগেশন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সার্বিকভাবে জানতে চেয়েছে এবং আলোচনায় সেসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
আলোচনায় কী কী বিষয়ে জানানো হয়েছে, সে প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, 'আরপিও, কনডাক্ট রুলস, অবজারভারস হোম অ্যান্ড অ্যাব্রড, কোয়ালিফাইং ডেট (৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা গ্রহণ), স্টেকহোল্ডারদের সঙ্গে মিটিং, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় তাদের জানানো হয়েছে। এছাড়া প্রি-ইলেকশন, ইলেকশন ডে ও পোস্ট-ইলেকশন পিরিয়ডে পর্যবেক্ষকরা আসতে চাইবেন বলে তারা জানিয়েছেন।'
আখতার আহমেদ আরও বলেন, 'কমনওয়েলথ প্রতিনিধি ভোটকেন্দ্র ও পরিবেশগত সিকিউরিটির বিষয় আলোচনা করেছে। আমরা বলেছি, ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৮ জনের একটি টিম কাজ করবে এবং বাইরের নিরাপত্তা অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশ দেখবে। তবে আমরা সবার সঙ্গে যোগাযোগ রাখছি। এছাড়া প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার, ইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়েও আলোচনা হয়েছে।'
সচিব বলেন, 'রিফর্ম কমিশনের সুপারিশ অনুযায়ী আরপিও থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত আইন-বিধিবিধান সংশোধনের কাজ হয়েছে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ আরপিওর সংশোধনী অনুমোদন করেছে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে যারা নিরাপত্তা নিয়ে কাজ করছেন, তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।'
