নতুন রাজনৈতিক দল নিবন্ধনে ঘোষিত কর্মপরিকল্পনার সময় থেকে পিছিয়ে ইসি
দল নিবন্ধন কাজে পিছিয়ে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মার্চে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করেছিল সংস্থাটি। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও এখনও এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি কমিশন।
ইসির রোডম্যাপ অনুযায়ী, ২২ সেপ্টেম্বরের মধ্যে নতুন দলের নিবন্ধন গেজেট প্রকাশের কথা থাকলেও এখনও তা হয়নি। এখন আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কমিশন।
চলতি বছরের ১০ মার্চ নিবন্ধন আগ্রহী নতুন দলের কাছে আবেদন আহ্বান করে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বধীন ইসি। একদফা সময় বাড়িয়ে ২২ জুনের মধ্যে ১৪৩টি দল আবেদন করে। প্রাথমিক যাচাইয়ে ১২১টির আবেদন বাতিল হয়। বাকি ২২টি দলকে মাঠপর্যায়ে যাচাইয়ের জন্য মনোনীত করা হয়।
সরেজমিন তদন্ত শেষে ৩০ সেপ্টেম্বর ইসি জানায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের শর্ত পূরণ করেছে।
তবে এনসিপির শাপলা প্রতীক নিয়ে দাবির জটিলতায় দলটির নিবন্ধন প্রক্রিয়া স্থগিত রয়েছে। ইসি জানিয়েছে, এনসিপির প্রতীক বিরোধ নিষ্পত্তি হলেই তাদের গেজেট প্রকাশ করা হবে।
এদিকে জাতীয় লীগের নিবন্ধন নিয়ে ইসিতে অভিযোগ দেয় এনসিপি। দলটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বলে, জাতীয় লীগের কেন্দ্রীয় অফিসের অস্তিত্ব নেই, কোনো গঠনতন্ত্র নেই। ওই দলের নেতৃত্বে যারা আছেন, তাদের কেউ চেনে না। মাঠে কোনো কর্মসূচি নেই। এনসিপির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফের তদন্তে নেমেছে ইসি।
অন্যদিকে পুনঃতদন্তের আওতায় আরও ১০টি দলের মাঠপর্যায়ের প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলগুলো হলো: আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভোলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ আম জনগণ পার্টি।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার টিবিএসকে বলেন, ইসি নিবন্ধনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের জেরে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের প্রয়োজন পড়েছে। 'রিভিউ ও পুনঃতদন্ত চলছে। সব প্রতিবেদন পর্যালোচনা করে এক সপ্তাহের মধ্যেই দল নিবন্ধনের বিষয় চুড়ান্ত সিদ্ধান্ত নেব,' বলেন তিনি।
এনসিপির শাপলা প্রতীক নিয়ে জটিলতার এখনও মীমাংসা হয়নি। দলটিকে ১৯ অক্টোবরের মধ্যে প্রতীকের তালিকা থেকে বিকল্প প্রতীক বাছাই করে জানাতে বলেছিল ইসি। তা না হলে ইসি নিজ বিবেচনায় দলটির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছিল।
তবে নির্ধারিত সময়ের শেষদিন আবারও শাপলা প্রতীক দাবিতেই নির্বাচন কমিশনে আবেদন জানায় এনসিপি।
সিনিয়র নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, কমিশন এখন আগের সিদ্ধান্ত বহাল রাখবে নাকি নতুন কোনো সিদ্ধান্ত নেবে, তা ঠিক করবে।
ইসি ইঙ্গিত দিয়েছে, আগামী বছর রমজানের আগেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
এদিকে মঙ্গলবার (২১ অক্টোবর) আগারগঁওয়ে ইসির মিডিয়া সেন্টারের সামনে এক সংবাদ সম্মেলনে মৌলিক বাংলা ও বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (বিজেডিডিপি) প্রতিনিধিরা অভিযোগ করেন, এনসিপিকে অগ্রাধিকার দিতে গিয়ে ইসি অন্য দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। তাই অধিকতর তদন্তের পরিবর্তে আগের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান তারা।
