বোল্ট ও নাট তৈরির কারখানা স্থাপন করবে বিএসআরএম

দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম উচ্চ মানের বোল্ট ও নাট উৎপাদনের জন্য বাংলাদেশে একটি অত্যাধুনিক ফাস্টেনার উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। একটি অফিশিয়াল বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে কোম্পানিটি একটি বৃহৎ 'ওয়্যার রড পিকলিং স্টেশন' স্থাপন এবং ওয়্যার বিভাগে উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রস্তাবও করেছে।
এরই ধারাবাহিকতায়, বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল—উভয় প্রতিষ্ঠানই বিএসআরএম ওয়্যারস লিমিটেডের শেয়ার কেনার মাধ্যমে প্রত্যেকে ২০০ কোটি টাকা করে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
মোট ৪০০ কোটি টাকার এই কৌশলগত বিনিয়োগের লক্ষ্য বিএসআরএম গ্রুপের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনা এবং ইস্পাত ও ওয়্যার-জাতীয় পণ্যের বাজারে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করা।
এই নতুন কারখানায় বিভিন্ন ধরনের উচ্চ মানের ওয়্যার-জাতীয় পণ্য উৎপাদনের ওপর জোর দেওয়া হবে। এর মধ্যে রয়েছে লো রিলাক্সেশন প্রিস্ট্রেসড কংক্রিট (এলআরপিসি) ওয়্যার, ওয়েল্ডিং ইলেকট্রোড, এসিএসআর কোর ওয়্যার ও চেইন-লিঙ্ক ফেন্স-সহ অন্যান্য পণ্য।
বিএসআরএম বলেছে, এই উদ্যোগ শুধু শেয়ারহোল্ডারদের মূল্যই বৃদ্ধি করবে না, বরং দেশে ইন্ডাস্ট্রিয়াল ফাস্টেনার ও বিশেষায়িত ওয়্যার-জাতীয় পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতেও অবদান রাখবে।