নির্বাচন কেমন হবে, তার ওপর ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ নির্ভর করবে: বিসিআই প্রেসিডেন্ট
নির্বাচন কেমন হবে, তার ওপর ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ নির্ভর করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)- প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম পারভেজ।
তিনি বলেন, 'নির্বাচনের পর দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ কেমন হবে, তা নির্ভর করবে নির্বাচন কেমন হবে তার ওপর। একটি ভালো নির্বাচন হলে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে।'
আজ (১১ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি গণমাধ্যমকে বলেন, 'নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও অনেক মানুষের মধ্যে শঙ্কা রয়েছে যে দেশে আদৌ নির্বাচন হবে কি না।'
তিনি আরও বলেন, 'দেশের মানুষ চায় একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং স্থিতিশীল সরকারের মাধ্যমে দেশে রাজনৈতিক ও অর্থনীতিক স্থিতিশীলতা ফিরে আসুক। কিন্তু যারা নির্বাচন পরিচালনা করবেন, সেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মনোভাব দেখে সবাই শঙ্কিত যে নির্বাচন হবে কি না।'
বিসিআই প্রেসিডেন্ট বলেন, 'নির্বাচনের পর ব্যবসায়ীরা ৫-৬ মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে ব্যবসায়ীদের মধ্যে এখন যে শংকা রয়েছে, নির্বাচন হওয়ার পর সেই শঙ্কা কেটে যাবে এবং ব্যবসায়ীরা কিছুটা স্বস্তিবোধ করবেন।'
তিনি বলেন, 'সামগ্রিক বিবেচনায় নির্বাচনের পর দেশে ব্যবসা-বিনিয়োগ ও অর্থনীতিতে গতি ফেরার বিষয়টি নির্ভর করবে- নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এবং নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা কতটা নিশ্চিত হবে, তার ওপর।'
