জুলাই জাতীয় সনদ স্বাক্ষর: হাসপাতালে গিয়ে খালেদাকে দাওয়াতপত্র দিলেন কমিশন সদস্যরা

হাসপাতালে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়াকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দাওয়াতপত্র দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে সেখানে ভর্তি বেগম খালেদা জিয়াকে দাওয়াত পৌঁছে দেন।
গতকাল বুধবার মধ্যরাত থেকে এই হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এভারকেয়ার হাসপাতালে যান ঐকমত্য কমিশনের সদস্যরা। খালেদা জিয়া হাসপাতালে বিছানায় শুয়ে দাওয়াতপত্র পড়ে দেখেন। এসময় বদিউল আলম মজুমদার, মনির হায়দার ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
বদিউল আলম মজুমদার বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমরা সাবেক প্রধানমন্ত্রীকে দাওয়াত পৌঁছে দিতে এসেছি। একই সঙ্গে প্রধান উপদেষ্টার সালাম পৌঁছে দিয়েছি। তিনিও প্রধান উপদেষ্টাকে সালাম জানিয়েছেন এবং আগামীকালের অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন।
জুলাই সনদ নিয়ে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে কেমন সাড়া পেলেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বিস্তারিত আলোচনা হয়নি, কিন্তু আমরা দেখেছি তিনি (খালেদা জিয়া) অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটিকে স্বাগত জানিয়েছেন। এটি বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।