বিএনপি-জামায়াতসহ যেসব রাজনৈতিক দল জুলাই সনদে সই করল

জুলাই জাতীয় সনদে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্বাক্ষর করেছেন। আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে সনদে স্বাক্ষর করেন তারা।
অনুষ্ঠান সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ((বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করেছেন।
এর আগে বিকাল সাড়ে ৪টার পর বৃষ্টির মধ্যেই জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদ এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, 'আমাদের অনেক স্রোত, কিন্তু মোহনা একটি। সেটি হলো গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। সেই স্বপ্ন, প্রত্যাশার স্মারক যতটুকু অর্জিত হয়েছে- জুলাই জাতীয় সনদ সেটির প্রথম পদক্ষেপ।'
তিনি আরও বলেন, এই অগ্রসরমানতায় বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের ভূমিকা আছে। প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো মত ও পথের পার্থক্য থাকা স্বত্ত্বেও এগিয়ে নিয়ে যাবে।