নৌপরিবহন মন্ত্রণালয়ের সব আছে; বড় বড় সিন্ডিকেট, শ্রমিক নেতারাও কোটি টাকার মালিক: জ্যেষ্ঠ সচিব ইউসুফ

নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন, 'নৌ পরিবহন মন্ত্রণালয়ে নেই এমন কোনো জিনিস নেই। এখানে এত বড় বড় সিন্ডিকেট, শ্রমিক নেতারাও শত শত কোটি টাকার মালিক।'
রোববার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত সমুদ্রগামী জাহাজ বিনিয়োগ সম্ভাবনা শিরোনামে আয়োজিত সেমিনারে জ্যেষ্ঠ সচিব এও বলেন, 'শিপিং করপোরেশনকে বাঁচানো সরকারের কাজ নয়। শিপিং করপোরেশনকে বাঁচাতে নানা সুবিধা দেব, সাবসিডি দেব, তা হয় না। অচিরেই ফ্ল্যাগ প্রোটেকশন আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হবে। এটা দ্রুত করতে পারলে প্রচুর সম্ভাবনা আছে।'
তিনি বলেন, 'বিভিন্ন সহায়তা দিয়ে তৈরি পোশাক শিল্পকে যেভাবে ওঠানো হয়েছে, শিপিংখাতকে সেভাবে ওঠানো হয়নি। অনেক শিপ বিল্ডিং কোম্পানি খারাপ অবস্থায় আছে। এ বিষয়ে আমরা এখন কাজ করছি।'
অনুষ্ঠানে বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির প্রেসিডেন্ট আজম জে চৌধুরী বলেন, 'ফ্ল্যাগ প্রোটেকশন আইনের আওতায় সরকারি জাহাজে সরকারি পণ্য পরিবহনের বাধ্যতাবাধকতা আরোপ করা হলেও বেসরকারিখাতের সমুদ্রগামী জাহাজের জন্য কোন সুযোগ রাখা হয়নি।'
তিনি বলেন, 'আমি একদিন নৌ পরিবহন মন্ত্রণালয়ে গিয়ে বললাম, প্রাইভেট সেক্টরের শিপিং মিনিস্টারের সঙ্গে দেখা করতে চাই। তখন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বললেন, সরকারি-বেসরকারি সবার জন্য মন্ত্রী তো একজনই। আমি তাদের বললাম, তাহলে মন্ত্রী কেন শুধু সরকারি জাহাজের স্বার্থ রক্ষা করছেন? বেসরকারি মালিকদের জাহাজের স্বার্থ কে রক্ষা করবেন?'
সেমিনারে মূল প্রবন্ধে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়দী সাত্তার বলেন, দেশে জাহাজভাঙা শিল্প ও ছোট জাহাজ নির্মাণখাত বড় জাহাজ নির্মাণের ভিত্তি তৈরি করেছে। জাহাজ রপ্তানির জন্য প্রায় ২০০ মিলিয়ন ডলারের কার্যাদেশ আছে। এগুলো ঠিকমতো সরবরাহ করতে পারলে কার্যাদেশ আরও বাড়বে। এজন্য প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে জাহাজ নির্মাণশিল্প উপযোগী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে হবে।'
তিনি বলেন, 'বৈশ্বিক ব্যবসা-বাণিজ্য এখন ইতিবাচক রয়েছে। এ সুবিধা কাজে লাগাতে পারলে জাহাজ নির্মাণশিল্প দুই বিলিয়ন ডলারের শিল্পে পরিণত করা সম্ভব।'
বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে উল্লেখ করে ড. জায়দী সাত্তার বলেন, এখন উন্নয়নশীল দেশের উপযোগী শিল্পের দিকে যেতে হবে। জাহাজ নির্মাণশিল্প সেই শিল্প যা শুধু তৈরি পোশাক নির্ভর শিল্পের বাইরে টেকসই শিল্প ব্যবস্থা গড়ে তুলবে।
সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফের প্রেসিডেন্ট দৌলত আকতার মালা। সেমিনার পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম।