মহাসড়ক পরিদর্শনে গিয়ে যানজটে আটকা, গাড়ি ছেড়ে মোটরসাইকেলে উঠলেন উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শনে গিয়ে যানজটে আটকা পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ বুধবার (০৮ অক্টোবর) সকাল সোয়া ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোহাগপুরে উপদেষ্টার গাড়িবহর যানজটে আটকা পড়ে। পরে মোটরসাইকেলে করে সরাইল-বিশ্বরোড মোড় পরিদর্শনে যান উপদেষ্টা।
এর আগে গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। মূলত আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশ আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়ক প্রকল্পের অধীনে পড়েছে। ফলে এই অংশে নিয়মিত সংস্কার কাজ চালাতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ।
এছাড়া আর্থিক জটিলতাসহ জুলাই অভ্যুত্থানের পর প্রকল্পের ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ভারতে চলে যাওয়ায় নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এতে করে মহাসগকের অবস্থা আরও নাজুক হতে থাকে।
প্রকল্পের অগ্রগতি ও বেহাল মহাসড়ক পরিদর্শন করতে বুধবার সকালে মহানগর প্রভাতি ট্রেনে করে ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন উপদেষ্টা ফাওজুল কবির। এরপর সেখান থেকে গাড়িতে করে রওনা হন সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশে। পরে প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে সড়ক পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, যানজটের মূল কারণ ট্রাফিক অব্যবস্থাপনা। হাইওয়ে পুলিশের যে দায়িত্ব পালন করার কথা, তা পালন করা হচ্ছে না।
তিনি বলেন, আগে শৃঙ্খলা আনতে হবে। এজন্য সড়কে ডিভাইডার করে দেব। এছাড়া বর্ষার কথা চিন্তা করে আশুগঞ্জ গোলচত্বর এবং সরাইল-বিশ্বরোড মোড়ের অংশটুকু ঢালাই করে দেওয়া হবে। সরাইল-বিশ্বরোড মোড়ে উড়াল সেতু করারও আশ্বাস দেন উপদেষ্টা।
এ সময় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও পুলিশ সুপার এহতেশামুল হকসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।