এনসিপির দাবি শাপলা প্রতীক বরাদ্দের প্রক্রিয়া চলমান, নির্বাচন কমিশনের অস্বীকার

নির্বাচন কমিশন (ইসি) তাদের শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ইসির পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেছেন, 'নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের এখনও কিছু জানানো হয়নি।'
তিনি বলেন, 'আমরা অপেক্ষায় রয়েছি। আমরা জেনেছি এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলমান আছে। আশা করছি খুব দ্রুতই কমিশন যোগাযোগ করবে।'
এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ টিবিএসকে বলেন, 'এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।'
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এই প্রতীক নাগরিক ঐক্যের বা মাহমুদুর রহমান মান্নার নয়। তিনি তার মতো কথা বলতে পারেন। কোনো দল তার নিজস্ব প্রতীক ছেড়ে দিয়ে অন্য দলকে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করতে পারে।'
তবে এনসিপি শাপলা প্রতীক বরাদ্দ চেয়ে আবারও একটি চিঠি দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছিলেন, 'এ বিষয়ে কমিশন বৈঠকে আলোচনা হবে।'
এদিকে, সোমবার নাটোরে সাংগঠনিক সফরে গিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, 'আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে। এ বিষয়ে কোনো বিকল্প বিবেচনা করছে না দল।'