সোমবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (৫ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার সহকারি পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসবে সংস্থাটি। দু'দফায় ৪০ জনের মতো গণমাধ্যম প্রতিনিধির সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে।
তিনি আরও জানান, আগামী ৭ অক্টোবর নারী নেত্রী এবং নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসার কথা রয়েছে। এরপর জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সঙ্গেও বসবে ইসি।
এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, 'সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।'
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করে ইসি। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। তবে সংলাপ শুরুর দিন সুশীল সমাজের প্রতিনিধিদের অর্ধেকেরও বেশি প্রতিনিধি অংশ নেয়নি। ইসির প্রথমদিনের সংলাপে মোট ৩০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
প্রথম দিনের সংলাপের শুরুতে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, 'সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের প্রস্ততি অনেক এগিয়েছে। যে গ্যাপ আছে, আশা করছি আপনাদের সঙ্গে সংলাপে সেটা পূরণ হবে।'
তিনি আরও বলেন, 'আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। অক্টোবরে রাজনৈতিক দল, নারী নেত্রী, জুলাই যোদ্ধা ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে ইসি।'