শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে এনসিপি, অন্য কোনো অপশন নেই: সারজিস

শাপলা প্রতীক নিয়েই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেছেন, 'যেহেতু আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে। এর বাইরে কোনো অপশন নেই।'
আজ সোমবার দুপুরে এনসিপির নাটোর জেলা শাখার সমন্বয় সভায় সারজিস এ কথা বলেন। নাটোর শহরের কানাইখালী এলাকায় একটি রেস্টুরেন্টের কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সারজিস বলেন, 'আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, তাদের কাছে আগের যে মার্কাগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে আরো নতুন কিছু স্ট্যান্ডার্ড প্রতীক যুক্ত করার জন্য। সেই সঙ্গে যে মার্কাগুলো মানুষের সামনে হাসির খোরাক হয়, সেগুলোও বাদ দেওয়ার অনুরোধ জানাবো।'
এনসিপির এই নেতা বলেন, 'এই নির্বাচন কমিশন গণ-অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি তাদের সক্রিয়তা বজায় রাখতে না পারে, যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাহিত হয়ে আমাদের ন্যায়সঙ্গত অধিকার না দেয়, তাহলে আমরা মনে করি তারা আগামী নির্বাচন করার মতো আস্থা হারিয়েছে।'
'যেই নির্বাচন কমিশন একটি দলকে একটি মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের কাছে একটা দেশের জাতীয় নির্বাচন করতে কীভাবে আস্থা রাখবো?', প্রশ্ন রাখেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলার প্রধান সমন্বয়কারী অধ্যাপক জার্জিস কাদির বাবু, যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নাফ, সংগঠক ফয়সাল আহমেদ পড্রমুখ উপস্থিত ছিলেন।