প্রথমবারের মতো দুই লাখ টাকা ছাড়াল স্বর্ণের ভরি

দেশে প্রথমবারের মতো প্রতিভরি স্বর্ণের দাম ২ লাখ টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে।
এতে ২২ ক্যারেট মানের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ২০৯ টাকা। ফলে এই মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭২৬ টাকা। এই দাম স্বর্ণের বারের ক্ষেত্রে প্রযোজ্য।
সোমবার (৬ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে। এর আগে ৫ অক্টোবরও এক দফা স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।
এক দিনের ব্যবধানে ২২ ক্যারেট মানের স্বর্ণের প্রতি গ্রামে দাম বেড়েছে ৩১৫০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রামে ৩০১০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রামে ২৫৭৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রামে ২১৯২ টাকা বেড়েছে।
এতে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭২৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩৬২৮ টাকা, ২১ ক্যারেটের ৩৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের ২৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২২২৮ টাকা।