সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশ
আজ সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।

ইলাস্ট্রেশন: টিবিএস
সেপ্টেম্বর মাসে দেশের পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশ হয়েছে, যা আগস্টে ছিল শতকরা ৮.২৯ শতাংশ। আগের বছরের সেপ্টেম্বরে এই হার ছিল ৯.৯২ শতাংশ।
আজ সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।

গেল সেপ্টেম্বরে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা ৭.৬৪ ও ৮.৯৮ শতাংশ, যা আগস্টে ছিল যথাক্রমে ৭.৬০ ও ৮.৯০।
আর গত বছরের সেপ্টেম্বরে হয়েছিল যথাক্রমে ১০.৪০ ও ৯.৫০ শতাংশ হারে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি।