দেশের যে অবস্থা, তাতে কাজ আদায় করে নেওয়া কঠিন: সিইসি

বাংলাদেশে কাজ করা খুব কঠিন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, 'বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট। পার্টিকুলারলি যে অবস্থার মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে, আপনি কাজ আদায় করে নেওয়া কিছু কিছু পক্ষের লোকের জন্য খুবই সুবিধা, আর বেশির ভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এই সিচুয়েশনে এখন আমরা দাঁড়িয়ে আছি।'
আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে সিইসি নাসির উদ্দিন এসব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতি ও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কাজ করতে গিয়ে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। এসব বাইরে থেকে বোঝার উপায় নেই। কিন্তু এসব সামাল দিতে হচ্ছে।
নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, 'আপনারা ওয়াদা করেছিলেন নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন। আইন মেনে কাজ করবেন। … নির্দেশনা আমরা দেব। কিন্তু বেআইনি কোনো নির্দেশনা কিংবা কারো পক্ষে কাজ করার জন্য আমরা নির্দেশনা দেব না।'
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, 'আমি চাই কোনো দলের পক্ষে হয়ে কেউ কাজ করবেন না। এটা আমরা প্রত্যাশা করি না এবং আপনারা আজ ওয়াদা করলেন যেকোনো ব্যক্তির বা পক্ষের পক্ষপাতদুষ্ট হয়ে আপনারা কাজ করবেন না।'
নাসির উদ্দিন বলেন, 'এই নির্বাচন একটা বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং আমাদেরও বিশেষভাবে এটা মোকাবেলা করতে হবে। অতীতে যাই ঘটে থাকুক, আমাদের প্রমাণ করতে হবে সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারি। এর কোনো ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমি নিশ্চিত এটা করব।