আজই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য ও পর্তুগাল

ইসরায়েলের তীব্র আপত্তি ও হুমকি উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য ও পর্তুগাল। জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশনের ঠিক আগে আজ রোববার দেশ দুটি এই ঐতিহাসিক ঘোষণা দেবে বলে জানিয়েছে এএফপি।
ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে ফ্রান্স ও কানাডাসহ আরও অন্তত ১০টি দেশ একই পথে হাঁটতে পারে। এই পদক্ষেপকে গাজা ইস্যুতে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর একটি সমন্বিত প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘদিন ধরে ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত দেশগুলো গত কয়েক মাসে তাদের অবস্থান বদলাতে শুরু করেছে। মূলত, গত বছরের অক্টোবরে হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের চালানো অব্যাহত আগ্রাসন এবং এর ফলে তৈরি হওয়া ভয়াবহ মানবিক বিপর্যয়ই এই পরিবর্তনের মূল কারণ। অবরুদ্ধ গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি ও তীব্র খাদ্যসংকট বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে।
এএফপি জানিয়েছে, চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে 'দ্বি-রাষ্ট্র সমাধান' ইস্যুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আজ রোববার এই স্বীকৃতির ঘোষণা দিতে যাচ্ছেন। যদিও ইসরায়েল শুরু থেকেই এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করে আসছে। গত জুলাই মাসেই স্টারমার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইসরায়েল যদি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য 'গুরুত্বপূর্ণ পদক্ষেপ' না নেয়, তবে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের সময়ই যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে।
এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, এমন পদক্ষেপ 'সন্ত্রাসবাদকে পুরস্কৃত' করার শামিল।
পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, তারাও রোববার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। গাজার 'অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি', মানবিক বিপর্যয় এবং ইসরায়েলের বারবার ফিলিস্তিনি ভূমি দখলের হুমকির কারণে দেশটি আগেই এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল।
এদিকে, গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। জাতিসংঘ-সমর্থিত এক জরিপে গাজার একটি অংশে দুর্ভিক্ষের পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা 'অভূতপূর্ব শক্তি' ব্যবহার করে গাজা দখল করবে।
আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে তৎপরতা বেড়েছে। ফ্রান্স ও কানাডাসহ আরও কয়েকটি পশ্চিমা দেশ জাতিসংঘ অধিবেশন চলাকালীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এর কঠোর বিরোধিতা করে ইসরায়েল এমনকি পশ্চিম তীর পুরোপুরি দখল করে নেওয়ার হুমকিও দিয়েছে। তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেছেন, ইসরায়েলের প্রতিশোধের আশঙ্কায় বিশ্বকে 'ভয় পাওয়া উচিত হবে না।'
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলের শুরু করা অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।