বিসিএস পরীক্ষা ১৯ সেপ্টেম্বর সকালে: ১৮-১৯ তারিখের বিক্ষোভ কর্মসূচি বিকেলে সরিয়ে নিল জামায়াত

বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচি সকালের পরিবর্তে বিকেলে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
আজ (১৬ সেপ্টেম্বর) দলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গতকাল (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবিতে পাঁচ দফা দাবি তুলে ধরে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচি দিন নির্ধারিত হয়েছে ১৮, ১৯ এবং ২৬ সেপ্টেম্বর।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষাটি ২৭ জুন হওয়ার কথা থাকলেও তা দুই দফা পিছিয়ে ১৯ সেপ্টেম্বর করা হয়। গত বছর এ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এ বিসিএসে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।
জামায়াত জানিয়েছে, ১৯ তারিখ সকালে বিবিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে দল অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে।
জামায়াতের পোস্টে বলা হয়েছে, 'বিকালে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না।'
দলটি জানিয়েছে, দেশের সকল শাখাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে উক্ত দুই দিনে সকালবেলায় কোনো কর্মসূচি অনুষ্ঠিত হবে না এবং সব কার্যক্রম বিকেলে করা হবে।
বিবৃতিতে শেষে বলা হয়েছে, 'আমরা আন্তরিকভাবে দোয়া করছি, বিসিএস পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ও জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।'