রায়েরবাজারে মুক্তিযুদ্ধের শহীদদের কবর জিয়ারত করলেন ডাকসু নির্বাচিত শিবির নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের নবনির্বাচিত সদস্যরা রাজধানীর রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তারা স্মৃতিসৌধে গিয়ে প্রথমে জুলাই শহীদদের গণকবরে মোনাজাত করেন। পরে মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণআন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন।
ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আজ আমরা রায়েরবাজার বধ্যভূমিতে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের জন্য দোয়া, জুলাই বিপ্লবের শহীদদের গণকবর জিয়ারত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম অগ্রপথিক নবাব সলিমুল্লাহ'র কবর জেয়ারত করেছি। শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আজকের আজাদি, তাই তাদের স্মরণ করাই আমাদের প্রথম কাজ।'
তিনি আরও বলেন, 'শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাজাতে চাই, দেশের সর্বাপেক্ষা প্রাচীন এই বিশ্ববিদ্যালয়কে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক করে তুলতে চাই।'
ভিপি সাদিক কায়েম আরও যোগ করেন, 'শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর। তাদের আকাঙ্ক্ষা নতুনভাবে পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে নতুন কমিটি। যেভাবে জুলাইয়ে কাজ করেছি, সেভাবেই ঢাবি থেকে গণতান্ত্রিক বার্তা সর্বত্র পৌঁছে দিতে চাই।'
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি ও নবনির্বাচিত ডাকসু সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, 'এই বিজয় ছাত্রশিবিরের নয়, শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীদের জন্য কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।'