ডাকসু নির্বাচন: টিএসসি-ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গণনায় বিঘ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দুইটি কেন্দ্রে ভোট গণনায় বিঘ্ন ঘটেছে। প্রার্থীদের বাধায় ভোট গণনা স্থগিত রাখা হয়েছে বলে কেন্দ্র সূত্রে জানা গেছে। কেন্দ্র দুটি হলো- টিএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব।
মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী সাদিক কায়েম ভোট গণনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ঢুকে পড়েছিলেন। কেন্দ্রটিতে এখনো ভোট গণনা শুরু করা যায়নি বলে কেন্দ্রে থাকা পর্যবেক্ষক সূত্র জানিয়েছে।
অন্যদিকে টিএসসি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, স্বতন্ত্র থেকে এজিএস প্রার্থী (সহ-সাধারণ সম্পাদক) প্রার্থী হাসিবুল ইসলামকে প্রবেশপথে দাঁড়িয়ে হট্টগোল করতে দেখা গেছে। তারা 'ভোট চোর, প্রশাসন ভোট চোর' ইত্যাদি স্লোগান দেন। ফলে কেন্দ্রটিতে ভোট গণনা শুরু করা যায়নি।
এ সময় আবিদুল ইসলাম খান বলেন, সাদিক কায়েম ভোট গণনা দেখেছেন কেন্দ্রে কেন্দ্রে। অথচ তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।