ডাকসু নির্বাচনে মব তৈরি করে ছাত্রদলকে মনোনয়ন ফরম কিনতে বাধা দেওয়া হচ্ছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) নির্বাচনে অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম যাতে ছাত্রদল কিনতে না পারে। সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং দোয়া শেষে এসব কথা বলেন তিনি।
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক আহসান রাজীবসহ বিভিন্ন পর্যায়ে নেতারা।
রিজভী বলেন, আমরা এত ত্যাগ, এত রক্ত ঝরানোর মধ্য দিয়ে যে বাংলাদেশ চেয়েছি, সেই বাংলাদেশ আমাদেরকে অর্জন করতে হবে। এখনো মানুষের মাঝে মব সংস্কৃতি বিস্তার লাভ করেছে। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম যাতে ছাত্রদল কিনতে না পারে। সেখানে মব তৈরি করে বাধা দেয়া হচ্ছে।
তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তি দল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন স্বেচ্ছাসেবক দল। জাতীয়তাবাদের আদর্শ প্রীতি বিশ্বাস করে সমস্ত মানুষদেরকে, সমস্ত তরুণদের নিয়ে দলের মানবিক ও কল্যাণমূলক কাজ জনগণের মধ্যে নিয়ে যাবে এবং জনগণের পাশে থাকবে।
নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে রিজভী বলেন, সরকার ঘোষণা করেছে একটা নির্বাচনী রোডম্যাপ দেবে। দেখি তারা কী রোডম্যাপ দেয়। রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেগুলো বাতিল করতে হবে। কারণ ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যসম্পন্ন।