চলতি মাসের মধ্যেই ২০০ আসনে প্রার্থিতা চূড়ান্ত করবে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি অক্টোবরের মধ্যেই বিএনপি ২০০ আসনে প্রার্থিতা চূড়ান্ত করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, প্রার্থীদের 'সবুজ সংকেত' দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।
বিভ্রান্তি এড়াতে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরামর্শ দিয়েছেন স্থায়ী কমিটির একাধিক সদস্য। তাদের মতে, আনুষ্ঠানিক ঘোষণা না দিলে মাঠপর্যায়ে প্রার্থীরা পিছিয়ে পড়তে পারেন এবং দলীয় অন্তঃকোন্দল বেড়ে যেতে পারে।
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ টিবিএসকে বলেন, "প্রার্থীদের সবুজ সংকেত এই মাসের মধ্যেই দেওয়া হবে।"
দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে প্রার্থী বাছাইয়ের জন্য ইতোমধ্যে পাঁচটি জরিপ সম্পন্ন হয়েছে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মতামতও নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, প্রায় ১৫০ আসনে তেমন জটিলতা নেই, অর্থাৎ এসব আসনে প্রার্থিতা প্রায় চূড়ান্ত। তবে একাধিক প্রার্থী ও গ্রুপিং থাকায় শতাধিক আসনে প্রার্থী নির্বাচনকে 'জটিল' মনে করা হচ্ছে। এসব আসনের প্রার্থীদের কেন্দ্রে ডেকে মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার কঠোর নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
এদিকে, চলতি অক্টোবর মাসের মধ্যেই 'পোলিং অফিসারদের প্যানেল' তৈরির নির্বাচন কমিশনের উদ্যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
দলের অভিযোগ, সারাদেশে তৈরি হওয়া এই প্যানেলের বেশিরভাগ কর্মকর্তাই ছাত্রজীবনে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বা বর্তমানে জামায়াতপন্থী। বিএনপি মনে করে, এ ধরনের কর্মকর্তারা নির্বাচনে পক্ষপাতমূলক ভূমিকা রাখতে পারেন, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।
এ বিষয়ে আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবে বিএনপি।