গৃহপরিচারিকাকে ধর্ষণের দায়ে ভারতের সাবেক এমপির যাবজ্জীবন কারাদণ্ড

গৃহকর্মীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে কর্ণাটকের প্রভাবশালী রাজনীতিক প্রজ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত।
শনিবার (২ আগস্ট) তাকে এ রায় ঘোষণা করা হয়। এর আগের দিন তাকে সাবেক নারী কর্মচারীকে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
৩৪ বছর বয়সী প্রজ্বল বিরুদ্ধে অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে ২০২৩ সালে, যখন তার শত শত অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি করে।
এতদিন নিজের অভিযোগ অস্বীকার করেছেন প্রজ্বল। তবে শুক্রবার আদালতে দোষী প্রমাণিত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তিনি এবং শাস্তি কমানোর আবেদন করেন।
তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
প্রজ্বল ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি। দেবেগৌড়ার জনতা দল (সেক্যুলার) বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির সঙ্গে জোটে রয়েছে।
এ ধরনের মামলায় এমন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কারও সাজা হওয়ার নজির ভারতে বিরল।
২০২৪ সালের এপ্রিল মাসে রাজ্যে অভিযোগ-সংবলিত শত শত ভিডিও ছড়িয়ে পড়ার পর কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়েন প্রজ্বল। সে সময় তিনি ভিডিও নিয়ে কোনো মন্তব্য করেননি।
তবে তার অফিসের একজন কর্মকর্তা দাবি করেছিলেন, ভিডিওগুলো এডিটেড।
জার্মানি থেকে দেশে ফেরার এক মাসের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রজ্বলের বিরুদ্ধে এখনও দুটি ধর্ষণ মামলা এবং একটি যৌন হয়রানির মামলা বিচারাধীন রয়েছে। এসব অভিযোগও অস্বীকার করেছেন তিনি।