জামায়াতের সমাবেশে বিএনপি আমন্ত্রণ পায়নি: সালাহউদ্দিন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাত দফা দাফিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে দলটি।
এ বিষয়ে আজ শনিবার বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপি দাওয়াত পায়নি।
তবে জামায়াত গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল, সমাবেশে অংশগ্রহণের জন্য বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপির কেউ জামায়াতের সমাবেশে অংশগ্রহণ করবে না।
জামায়াতের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পেয়েছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, 'এ বিষয়ে আমার জানা নেই।'
জামায়াতের সমাবেশে অংশ নেওয়া দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জনতার অধিকার পার্টি। এছাড়াও আরও বেশ কয়েকটি দলের নেতারা অংশগ্রহণ করেছেন।