জামায়াতের সমাবেশ ঘিরে বাড়ছে নেতা-কর্মীদের ঢল; ট্রাফিক নিয়ন্ত্রণে, গুরুত্বপূর্ণ পয়েন্টে সহায়তায় স্বেচ্ছাসেবকরা

আজ (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যানজট বাড়লেও রমনা ট্রাফিক বিভাগের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
রমনা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার রুমানা আক্তার বলেন, 'বাসগুলো নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে। ছোট গাড়ির চলাচলও স্বাভাবিক আছে। যানজট এড়াতে বিভিন্ন স্থানে বিকল্প সড়ক ও ডাইভারশন চালু করা হয়েছে।'
জাতীয় সমাবেশে যোগ দিতে জামায়াত কর্মীরা রাজধানীতে ঢুকছেন বিভিন্ন প্রবেশপথ দিয়ে। শাহবাগ, মৎস্য ভবন মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার ও আশপাশের সড়কে তাঁদের অবস্থানের কারণে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে।

তবে অধিকাংশ রাস্তাতেই রাস্তার একটি অংশ যানচলাচলের জন্য ছেড়ে দিয়ে মিছিল নিয়ে প্রবেশ করছেন নেতা-কর্মীরা।
নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান নিয়ে সমাবেশ স্থলে যাচ্ছেন। স্লোগানের মধ্যে রয়েছে: 'কে বলেরে রাজাকার, সাঈদী মোদের অহংকার'; 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা'; 'বাংলাদেশ জামায়াতে ইসলামী, জিন্দাবাদ জিন্দাবাদ'; 'মুজিদবাদ মুজিদবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ'; 'জামায়েত ইসলামীর বাংলায়, মুজিববাদের ঠাই নাই' ইত্যাদি।

কেউ মাথায় কাপড় বেঁধেছেন, কেউ দলীয় পতাকা হাতে, আবার কেউ বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা নাড়াচ্ছেন। অনেকেই দলীয় প্রতীক 'দাঁড়িপাল্লা' ছাপা টি-শার্ট পরেছেন।
রাজধানীর বিভিন্ন মেট্রোরেল স্টেশনেও জামায়াতের কর্মী-সমর্থকদের ভিড় দেখা গেছে।

দেশের বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসগুলো মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার ও ইস্কাটন এলাকায় রাখা হয়েছে। এতে এসব স্থানে যান চলাচলের চাপ আরও বেড়েছে।
শৃঙ্খলা বজায় রাখতে ও ট্রাফিক ব্যবস্থায় সহায়তা করতে জামায়াত রাস্তায় হাজারো স্বেচ্ছাসেবকও নিয়োজিত করেছে। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জামায়াতের স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে পথচারী ও যানবাহন চলাচলে সহায়তা করছেন।

জামায়াতের হাতিরঝিল পূর্ব থানা ইউনিটের আমির অ্যাডভোকেট শেখ জিল্লুর রহমান আজমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'শুধু ইন্টারকন্টিনেন্টাল পয়েন্টেই আমাদের প্রায় ১৬০ জন স্বেচ্ছাসেবক কাজ করছে। তারা নিশ্চিত করছে যেন মিছিল বা যানবাহনের চলাচল ব্যাহত না হয়। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক, আশা করি সব ঠিকঠাকভাবেই চলবে।'

কারওয়ান বাজার থেকে শাহবাগে কোনো বাস ঢুকতে দেওয়া হচ্ছে না, তবে ছোট গাড়ি ও অ্যাম্বুলেন্স চলাচল করতে পারছে।
তবে রাস্তায় জামায়াত কর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সড়কে কর্মীদের সংখ্যা আরও বাড়ছে।

কর্মীদের সহায়তায় রাস্তাজুড়ে বিভিন্ন পয়েন্টে খাবার ও পানির ব্যবস্থা করেছে জামায়াতে ইসলামি। পাশাপাশি স্থাপন করা হয়েছে চিকিৎসা ক্যাম্প।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অন্য ছুটির দিনের তুলনায় আজ এক্সপ্রেসওয়েতে গাড়ির চলাচল বেশি। এছাড়া মগবাজার থেকে মহাখালী রুটে কিছুটা যানজট রয়েছে।'