বক্তব্যরত অবস্থায় স্ট্রোক করে কুষ্টিয়ায় জামায়াত নেতা আবুল হাশেমের মৃত্যু
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (১৯ জানুয়ারি) এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ স্ট্রোক করলে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক আবুল হাশেম দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এক শোকবার্তায় বলেন, অধ্যাপক আবুল হাশেম দ্বীনের পথে আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর অবদান, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আরও বলা হয়, মহান আল্লাহ যেন তাঁর সকল গুনাহ ক্ষমা করে দেন, নেক আমল কবুল করেন এবং তাঁকে শহীদের মর্যাদা দান করেন। একই সঙ্গে তাঁর কবরকে জান্নাতের একটি বাগিচায় পরিণত করার জন্য দোয়া করা হয়।
