১০ দলের বৈঠক শেষ, রাতে আসন সমঝোতার ঘোষণা, ইসলামী আন্দোলনকে পাশে পাওয়ার প্রত্যাশা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ১০ দলীয় জোটের বৈঠক শেষে শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন আজ রাত ৮টায় আসন সমঝোতার ঘোষণা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে এলিফ্যান্ট রোডে জামায়াত ইসলামীর কার্যালায়ে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, 'আসন সংক্রান্ত যাবতীয় ডিটেইলস সংবাদ সম্মেলনেই বলা হবে এবং সেখানে ইসলামি আন্দোলনকে একোমোডেট করেই ঘোষণা করা হবে সেই প্রত্যাশা আমরা করি।'
মামুনুল হক জানান, 'রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে রাত ৮টায় ঘোষণা হবে।'
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 'আমরা কোনো ঝামেলার মধ্যে নেই। মতভিন্নতা আছে স্বীকার করি, তবে কোনো ঝামেলা নেই।'
ইসলামী আন্দোলনের জন্য আসন ফাঁকা রেখে সমঝোতা ঘোষণা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 'সবকিছু রাত ৮টায় জানানো হবে।'
বাংলাদেশ খেলাফত মজলিসের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'আজকে জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে ইসলামি আন্দোলন ব্যতীত বাকি ১০ দল ২৫০ আসনে নির্বাচনি সমঝোতা সম্পন্ন করেছে।'
তিনি বলেন, 'আজ রাত ৮ টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটে সংবাদ সম্মেলন থেকে আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণায় এ ২৫০টি আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। বাকি ৫০ টি আসন ইসলামী আন্দোলন এর জন্য রাখা হয়েছে। যদিও দলটির দাবি নূন্যতম ৭০ আসন।'
তিনি আরও বলেন, 'জামায়াতসহ অন্যান্য শরীকেরা শেষ পর্যন্ত চেষ্টা করছে ইসলামি আন্দোলনকে জোটে ধরে রাখার জন্য।'
এদিকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনও তৈরি হয়নি। বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা এখনও চলছে।'
