যুক্তরাষ্ট্রের শুল্ক বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না: অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত কোনো চুক্তি হবে কি না, তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের প্রতিনিধি দল কী আলোচনা করেছে, তা বাণিজ্য উপদেষ্টার কাছ থেকে জেনে সরকার সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।
রোববার (১৩ জুলাই) সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালেহ উদ্দিন আহমেদ বলেন, 'মার্কিন শুল্ক বিষয়ে এখনই কিছু বলা যাবে না। মাত্রই বাংলাদেশের প্রতিনিধি দল ফেরত আসছে। আসার পরে উনি [কমার্স অ্যাডভাইজর] বলবেন—কোন কোন বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে, আর কোন বিষয়ে সম্মত হয়নি। তারপরে আমাদের দিক থেকে আমরা এগোবো। এখানে ট্যাক্স পলিসির বিষয় আছে। এনবিআর দেখবে, ফাইন্যান্স ডিভিশন দেখবে। আর বিশেষ বিশেষ কিছু মন্ত্রণালয় আছে। সবাই মিলে দেখে আমরা সিদ্ধান্ত নেবো।'
গত ২ এপ্রিল বিভিন্ন দেশের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন, যেখানে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়। যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়। তবে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দিলে এই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে শুল্ক হ্রাস করে। বাংলাদেশও কয়েক দফা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালায়। সর্বশেষ গত ২ জুলাই অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন শুল্ক ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে যান। ৯ জুলাই তার সঙ্গে যুক্ত হন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।
বাণিজ্য উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর চলাকালেই ৮ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন এবং এই সিদ্ধান্তের কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠান। নতুন শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর করা হবে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।
এ ঘোষণার পর ইউএসটিআর-এর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর) সঙ্গে টানা তিন দিন বৈঠক করে শেখ বশির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল। ঢাকা থেকে এসব আলোচনায় অনলাইনে যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই আলোচনায় দুই পক্ষ বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে। কিছু বিষয়ে একমত হওয়া সম্ভব হয়নি, যেগুলো নিয়ে দ্রুত আবার আলোচনা হবে।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টা ও প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা দেশে ফিরেছেন।