কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে হিমছড়ি সৈকতে এ ঘটনা ঘটে। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, অন্য দুজনের সন্ধানে অভিযান চলছে।
নিহত শিক্ষার্থী হলেন সাদমান রহমান সাবাব। তিনি ঢাকার পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন—অরিত্র হাসান, বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে, এবং আসিফ আহমেদ, বগুড়া সদরের নারুলি দক্ষিণ এলাকার রফিকুল ইসলামের ছেলে।
তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ ইনস্পেক্টর গাজী আতাউর রহমান বলেন, 'ঘটনার খবর পেয়েছি, ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।'
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সাঈদ বিন কামাল চৌধুরী জানান, শিক্ষার্থীরা সোমবার রাতে নিজেদের উদ্যোগে কক্সবাজারে যান। তিনি বলেন, 'তারা কোনো সরকারি সফরে ছিল না। চারজন একসঙ্গে গিয়েছিল। সকালে তিনজন সমুদ্রে নামে। এর মধ্যে একজনের মরদেহ স্থানীয় জেলেরা উদ্ধার করেছে। বাকি দুজন এখনও নিখোঁজ।'
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। চবির একটি প্রতিনিধি দলও কক্সবাজারে গেছে, যাতে উদ্ধার কার্যক্রমে সহায়তা ও তথ্য সংগ্রহ করা যায়।
সী সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, '৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সকালে হিমছড়ি সৈকতে গেলে দুজন বাঁধের ওপরে বসে থাকেন, আর বাকি তিনজন নিচে নেমে গোসল করেন। এ সময় হঠাৎ ঢেউয়ের তোড়ে তারা সাগরে ভেসে যান। এর মধ্যে সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজন এখনও নিখোঁজ।'
তিনি জানান, টানা বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল রয়েছে। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, 'সাবাব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারে তল্লাশি চলছে।'