ছয় বছরের সম্পর্কের ইতি টানলেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম

পপ তারকা কেটি পেরি ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদের ঘোষণা দিয়েছে । ছয় বছর আগে তাদের বাগদান হয় এবং এই দম্পতির চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তাদের প্রতিনিধিরা বলেন, "গত কয়েক মাস ধরে তারা তাদের সম্পর্কে পরিবর্তন এনে তাদের সন্তানের সহ-অভিভাবকত্বের উপর গুরুত্ব দিচ্ছেন।"
বিবৃতিতে আরও বলা হয়, "বিচ্ছেদ হলেও তারা পরিবার হিসেবে একসাথেই প্রকাশ্যে আসতে থাকবেন, কারণ তাদের অগ্রাধিকার সবসময়ই তাদের মেয়েকে ঘিরে। কেননা তারা তাদের মেয়েকে ভালোবাসা, স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে বড় করে তুলতে চান।"
সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার প্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।
৪০ বছর বয়সী কেটি পেরি ও ৪৮ বছর বয়সী অরল্যান্ডো ব্লুম ২০১৬ সালে সম্পর্কে জড়ান। ২০১৭ সালে তারা একবার আলাদা হন, তবে কিছুদিন পরই আবার সম্পর্ক ঠিক করে ফেলেন। ২০১৯ সালের ভ্যালেন্টাইন ডেতে তাদের বাগদান সম্পন্ন হয়।
এর পরের বছর কেটি পেরি তার 'নেভার ওর্ন হোয়াইট' গানের মিউজিক ভিডিওতে গর্ভাবস্থার খবর জানান। তাদের কন্যা ডেইজি ডাভ-এর জন্ম হয় ২০২০ সালে। ইউনিসেফ ইনস্টাগ্রামে খবরটি ঘোষণা করে। দুজনই জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত।
কেটি পেরির সাম্প্রতিক অ্যালবাম ১৪৩ ও এর লিড সিঙ্গেল উইমেন্স ওয়ার্ড আগের মতো জনপ্রিয়তা পায়নি। তিনি এখন ট্যুরে থাকলেও টিকিট বিক্রি তুলনামূলকভাবে কম।আর এমন সময়ই তাদের বিচ্ছেদের খবর প্রকাশ পেয়েছে।
এপ্রিল মাসে ব্লু অরিজিন-এর মহাকাশ ভ্রমণে অংশ নেওয়ার পর কেটি পেরি ও আরও কয়েকজন নারী তারকা সমালোচনার মুখে পড়েন। সেই অভিজ্ঞতাকে তিনি বলেছেন "কঠিন ও আঘাতপূর্ণ"।
এর আগে কেটি পেরি ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে বিয়ে করেছিলেন। অন্যদিকে, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম ছিলেন অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডা কেরের স্বামী, যাদের ১৪ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
অরল্যান্ডো ব্লুম পাইরেটস অফ দি ক্যারিবিয়ান , দি লর্ড অফ দি রিংস ও দি হবিট সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। কেটি পেরির জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ডার্ক হর্স,রোর,ক্যালিফর্নিয়া গার্লস,ফায়ারওয়ার্ক এবং নেভার রিয়েলি ওভার।
অনুবাদ: নাফিসা ইসলাম মেঘা