৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সরকারি ছুটি ঘোষণা

প্রতি বছর ৫ আগস্টকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ঘোষণা করেছে সরকার। এদিন সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। গতবছর ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের স্মরণে এ দিবস পালন করা হবে।
বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি গেজেট প্রকাশ করা হয়।
গেজেটে বলা হয়, ৫ আগস্টকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ২০২৪ সালের ২১ অক্টোবরের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবসের 'ক' শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে গেজেটে।
একটি পৃথক গেজেটে সরকার ১৬ জুলাইকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছে সরকার, যা দিবস পর্যবেক্ষণের 'খ' শ্রেণিতে অন্তর্ভুক্ত হবে।
আরেক গেজেটে জানানো হয়েছে, এর আগে উপদেষ্টা পরিষদ ঘোষিত ৮ আগস্ট 'নতুন বাংলাদেশ দিবস' হিসেবে পালনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
এর আগে, ২৬ জুন সরকার ৫ আগস্টকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' এবং ৮ আগস্টকে 'নতুন বাংলাদেশ দিবস' হিসেবে ঘোষণা করেছিল।
এদিকে, জুলাই ও আগস্টে গণঅভ্যুত্থানের দিনগুলো পালনের জন্য ৩৬ সদস্যবিশিষ্ট একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস'-এর বর্ষপূর্তি উদযাপন করা হবে।