জুলাইয়ের মাঝামাঝি আমরা একটি সনদের দিকে যেতে পারবো: আলী রীয়াজ

চলতি জুলাইয়ের মাঝামাঝিতে একটি সনদের দিকে যাওয়া সম্ভব হবে বলে মনে করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেছেন, "মাঝে মাঝে আমরা একটু অগ্রসর হই, আবার কখনো প্রত্যাশামতো অগ্রসর না হওয়ায় হতাশ হই। এরপরও আজ ২ জুলাই এসে আমার মনে হচ্ছে—জুলাই মাসের মাঝামাঝিতে আমরা একটি সনদের দিকে যেতে পারব। এজন্য আপনাদের সহযোগিতা ও আন্তরিকতা সবচেয়ে বড় শক্তি।"
আজ বুধবার (২ জুলাই) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের বৈঠকে এ কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ। বৈঠকে বিএনপি-জামায়াতসহ অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
বৈঠকের আলোচ্যসূচি- নির্বাচনি এলাকা পুনর্নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও রাষ্ট্রপতির ক্ষমাপ্রদর্শন।
বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, "আমরা লক্ষ্য করেছি—দলীয় অবস্থানের পাশাপাশি জোটগতভাবে ও ব্যক্তিগতভাবেও কমিশনের সঙ্গে বিভিন্ন জায়গায় আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে। এই বিষয়গুলো আমাদের আশাবাদী করছে যে, আমরা একটা সমাধানে পৌঁছাতে পারব।"
"আমরা হয়তো প্রতিদিনই কিছু অর্জন করছি না, তবে কিছু কিছু অর্জন হচ্ছে। আমরা একে অপরকে জানছি, কাঠামোগুলো বিবেচনায় নিচ্ছি। সাফল্যের জন্য চেষ্টা করছি, এজন্য আমি আশাবাদী," যোগ করেন তিনি।
বৈঠকে উপস্থিত আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার এবং ড. আইয়ুব মিয়া।