প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি: সিইসি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
তিনি বলেছেন, 'প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক। তবে জাতীয় নির্বাচনের কোনো তারিখের বিষয়ে আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ নির্ধারণ হলে নির্বাচন কমিশনের মাধ্যমে আপনারা জানতে পারবেন।'
আজ মঙ্গলবার (০১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, 'প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন এবং আমরা বলেছি, নির্বাচন কমিশন (ইসি) ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে।'
তিনি বলেন, 'গত বৃহস্পতিবার আমি প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি। প্রধান উপদেষ্টাও নিরপেক্ষ আমিও নিরপেক্ষ। কোনো এজেন্ডা নিয়ে আমি আলোচনায় যাইনি। সেহেতু আমি প্রধান নির্বাচন কমিশনার, স্বভাবতই আমাদের মাঝে নির্বাচন নিয়ে কথা হয়েছে।'
সিইসি বলেন, 'প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চান। তিনি আমাদের নির্বাচন প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন। আমি আমাদের নির্বাচন প্রস্তুতির কথা জানিয়েছি।'
ফেব্রুয়ারি-এপ্রিল মাসকে লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি
আগামী ফেব্রুয়ারি-এপ্রিল মাসকে লক্ষ্য রেখে ইসি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সিইসি।
সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'সেখানে যে কথা হয়েছে, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। লন্ডনে ফেব্রুয়ারির কথা এসেছে, আবার এপ্রিলের কথাও এসেছে। আমরা ওই টাইফ্রেমকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছি।'
কোন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'আমাদের যা প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছি। যদি স্থানীয় সরকার নির্বাচন করতে হয়, তাহলে আমার ভোটার লিস্ট ব্যবহার করতে পারব। সেটা তো হতে পারে। কিন্তু আমাদের ফোকাস জাতীয় নির্বাচন। কারণ, প্রধান উপদেষ্টা স্থানীয় নির্বাচনের কথা বলছেন না। উনি জাতিকে যে ওয়াদা দিচ্ছেন, দেশে-বিদেশে যে কথা বলছেন, উনি তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না, উনি জাতীয় নির্বাচনের কথা বলছেন। আমরা উনার ওই কথাকে কেন্দ্র করেই প্রস্তুতি নিচ্ছি।'