ভূ-রাজনৈতিক অস্থিরতা, মার্কিন শুল্ক পোশাক শিল্পের জন্য হুমকি: বিজিএমইএ সভাপতি

যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক ও বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের গার্মেন্ট শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। আজ সোমবার (৩০ জুন) তিনি এ কথা বলেন।
মাহমুদ হাসান খান বলেন, 'বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, ব্যাংকের উচ্চ সুদের হার এবং গ্যাস-বিদ্যুতের বারবার মূল্যবৃদ্ধি গার্মেন্ট শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।'
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।
এইসব চ্যালেঞ্জ মোকাবিলা ও তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণে বিডার সহযোগিতা কামনা করেন বিজিএমইএ সভাপতি।
চট্টগ্রামে ক্ষুদ্র ও মাঝারি কারখানার জন্য জমি বরাদ্দের অনুরোধ
বিজিএমইএ সভাপতি চট্টগ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি গার্মেন্ট কারখানাগুলোর জন্য জমি বরাদ্দের অনুরোধ জানান বিডা প্রধানের কাছে।
বিজিএমইএ সূত্র জানিয়েছে, বিডার নির্বাহী চেয়ারম্যান বিজিএমইএ সভাপতির অনুরোধটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন এবং জানান, বিজিএমইএ ও বিডার প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে, যা এক সপ্তাহের মধ্যে একটি কর্মপরিকল্পনা উপস্থাপন করবে।
নবায়নযোগ্য জ্বালানি ও পুনর্ব্যবহারযোগ্য পণ্য খাতে বিনিয়োগের আহ্বান
সাক্ষাতে গার্মেন্ট শিল্পে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব উৎপাদনে বিনিয়োগের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
বিজিএমইএ সভাপতি মত প্রকাশ করেন, এ বিষয়ে একটি রোডম্যাপ প্রণয়ন এবং কারখানাগুলোকে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে জ্বালানি রূপান্তরে উৎসাহিত করতে কারিগরি ও আর্থিক সহায়তা প্রয়োজন।
বর্জ্য পুনর্ব্যবহার খাতে বিডার সহযোগিতা চেয়ে বিজিএমইএ সভাপতি বলেন, 'গার্মেন্ট শিল্পে বর্জ্য পুনর্ব্যবহারের বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে যথাযথ নীতি প্রণয়ন, খাতটিকে করমুক্ত ঘোষণা এবং অনানুষ্ঠানিক শ্রমিকদের তত্ত্বাবধানের আওতায় আনা প্রয়োজন।'
ঋণ শ্রেণিকরণ ও বন্ড অডিট প্রক্রিয়া সহজ করার আহ্বান
সাক্ষাতে বিজিএমইএ ও বিডা প্রধান বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণিকরণ নীতি নিয়েও আলোচনা করেন।
বিজিএমইএ সভাপতি বাবু বলেন, 'অর্থনৈতিক সংকটে অনেক সময় উদ্যোক্তারা সময়মতো কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হন এবং ঋণ শ্রেণিকরণের শিকার হন।' এজন্য বর্তমান ৩ মাসের গ্রেস পিরিয়ড বাড়িয়ে ৬ মাস করার অনুরোধ জানান তিনি।
বন্ড অডিট প্রক্রিয়াকে সময়সাপেক্ষ, হয়রানিমূলক ও রপ্তানি বাণিজ্যের দৈনন্দিন কার্যক্রমে বড় বাধা উল্লেখ করে মাহমুদ হাসান খান বাবু এ প্রক্রিয়ার স্বচ্ছতা ও গতি আনতে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২০টি প্রতিষ্ঠান মনোনয়নের অনুরোধ জানান।
এছাড়া তিনি টেক্সটাইল ও অ্যাপারেল খাতের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিডা প্রধানকে।