বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম আর নেই

বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
আয়েশা খানম দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আজ শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ মহিলা পরিষদের এক বিবৃতিতে এখবর জানানো হয়।
১৯৬২ সালের ছাত্র আন্দোলন, ৬৯'র গণ অভ্যুত্থানের সক্রিয় সংগঠক ছিলেন তিনি। পরবর্তীতে অংশ নেন মুক্তিযুদ্ধেও। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি দেশের সুবিধাবঞ্চিত ও নির্যাতিত নারীদের নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ শুরু করেন।
নেত্রকোণা জেলায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, তার মৃত্যুতে বাংলাদেশের নারী সমাজ একজন প্রকৃত বন্ধু ও সহযোদ্ধা হারিয়েছে। তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।