আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা উত্তর সিটি প্রশাসককে গ্রেপ্তার ও অপসারণের দাবি গণঅধিকার পরিষদের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট থেকে দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণ ও গ্রেফতারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ।
আজ মঙ্গলবার (২০ মে) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম ঘোষণা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান।
তিনি বলেন, 'এজাজকে আগামী বৃহস্পতিবারের (২২ মে) মধ্যে অপসারণ ও গ্রেপ্তার না করা হলে আগামী ২৪ মে আমরা যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব।'
ফারুক হাসান অভিযোগ করেন, ২০১৮ সাল পর্যন্ত এজাজ নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের একজন সক্রিয় ও শীর্ষস্থানীয় নেতা ছিলেন। এ সময় একাধিকবার গ্রেফতারও হয়েছেন তিনি। পরে জামিনে মুক্তি পেয়ে আওয়ামী লীগে যোগ দেন।
তিনি আরও বলেন, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এজাজ বিভিন্ন দুর্নীতিতে জড়িত ছিলেন। তিনি চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং রাজনৈতিক অপকর্মে লিপ্ত ছিলেন বলে অভিযোগ করেন ফারুক হাসান।
'এখন প্রতিবাদ আন্দোলনের জোয়ারে তিনি নিজেকে 'বিপ্লবী' সাজিয়ে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে প্রশাসকের পদ দখল করেছেন,' বলেন তিনি।
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়ানোর সাম্প্রতিক অভিযোগকে 'সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে আখ্যায়িত করেছে ডিএনসিসি।
১৮ মে এক বিবৃতিতে ডিএনসিসি জানায়, 'এই অভিযোগগুলো একটি বৃহত্তর প্রচারণার অংশ—যেখানে এমন ব্যক্তিদেরই টার্গেট করা হচ্ছে, যারা পূর্ববর্তী সরকারগুলোর মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশ ধ্বংসের বিষয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন।'
চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া এজাজ গত ১৬ বছর ধরে একজন বুদ্ধিজীবী, পরিবেশকর্মী ও লেখক হিসেবে পরিচিত।
বিবৃতিতে আরও বলা হয়, কর্তৃত্ববাদী শাসন, জলাভূমি দখল এবং পানি সংক্রান্ত বৈষম্যের বিরুদ্ধে এজাজের সোচ্চার অবস্থান জনসমর্থনের পাশাপাশি কিছু স্বার্থান্বেষী মহলের বিরোধিতাও ডেকে এনেছে।