শুধু অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগ্রহী নন এনবিআর কর্মকর্তারা; আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

শুধু অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে আগ্রহী নন জানিয়ে অধ্যাদেশ বাতিলের দাবিতে সোমবারও চলমান কলম বিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভরত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তারা।
রোববার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত 'এনবিআর রিফর্ম ইউনিটি পরিষদ'। এ সময় ঢাকায় অবস্থিত সব ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস অফিসের কয়েকশ কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
তারা জানান, অর্থ উপদেষ্টা আগামীকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করার কথা বললেও আন্দোলনকারীদের কাছে এ ধরনের কোনো বার্তা পাঠানো হয়নি।
সংবাদ সম্মেলনে এনবিআরের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা বলেন, 'অর্থ উপদেষ্টা আমাদের সঙ্গে বৈঠক করার কোনো তথ্য আমাদের কাছে নেই। অন্যান্য উপদেষ্টারা থাকলে আমরা বৈঠকে রাজি আছি। এছাড়া যদি প্রধান উপদেষ্টা কথা বলতে চান, তাহলেও আমরা আমাদের প্রতিনিধি দল পাঠাব।'
এনবিআরকে বিলুপ্ত না করে স্বতন্ত্র সংস্থার দাবি জানিয়ে তিনি বলেন, 'যে প্রক্রিয়ায় এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারিন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও (টিআইবি)। টিআইবি বলেছে যে 'এনবিআরকে বিলুপ্ত না করে স্বতন্ত্র সংস্থা, বোর্ড বা এজেন্সি করার জন্য। আমরাও চাই এনবিআর বিলুপ্ত নয়, স্বতন্ত্র সংস্থা হোক'।''
এর আগে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিকদের এক খুদে বার্তায় জানান,আগামী মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে তিনটায় অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে চান।