ভারতীয় সামরিক বাহিনীর মেরুদণ্ড এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের পাকিস্তানি ভাষ্য

ভারতের বিরুদ্ধে শনিবার (১০ মে) চালানো সামরিক অভিযান 'বুনিয়ান-উন-মারসুস'-এর অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী আদমপুরে একটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই এস-৪০০ সিস্টেমটি ধ্বংস করতে ব্যবহৃত হয়েছে জেএফ-১৭ থান্ডার বিমান থেকে নিক্ষেপ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।
রাশিয়ার তৈরি এই এস-৪০০ বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী দূরপাল্লার ভূমি-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এটি যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের আকাশ হামলা প্রতিহত করতে সক্ষম।
এই প্রতিরক্ষা ব্যবস্থাটি তিনটি মূল উপাদানে গঠিত— ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, শক্তিশালী রাডার এবং একটি কমান্ড সেন্টার। এটি আধুনিক যেকোনো যুদ্ধবিমান প্রতিহত করতে সক্ষম এবং প্রায় ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
২০১৮ সালের অক্টোবরে ভারত রাশিয়ার সঙ্গে ৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি করে, যার আওতায় পাঁচটি এস-৪০০ ইউনিট কেনার সিদ্ধান্ত হয়। দূর পাল্লার হওয়াতে এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ন্যাটো জোট তাদের জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করে।
পাকিস্তানের দাবি অনুযায়ী, একাধিক বিমান ঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের বৃহত্তর সামরিক অভিযানের অংশ হিসেবে এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।