ভারত-পাকিস্তানকে সাহায্য করতে প্রস্তুত ট্রাম্প, বললেন সংঘর্ষ থামাতে

ভারত ও পাকিস্তানের চলমান সংঘর্ষ বন্ধে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশের এই সহিংসতা গত দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। খবর এএফপির।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'পরিস্থিতি ভয়াবহ। আমি দুই দেশকেই ভালোভাবে চিনি, তাদের সঙ্গে সম্পর্কও ভালো। আমি চাই তারা বিরোধ মিটিয়ে ফেলুক, আর এখনই থেমে যাক।'
তিনি আরও বলেন, 'দুই দেশ পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে। আশা করছি, তারা এখন থামবে। যদি কোনোভাবে সাহায্য করতে পারি, আমি প্রস্তুত।'
মঙ্গলবার রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। কাশ্মীরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর চলছে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ।
ভারত জানিয়েছে, কাশ্মীরসহ পাকিস্তানের নয়টি স্থানে তারা হামলা চালিয়েছে। গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে এই পাল্টা পদক্ষেপ নেয় তারা।
এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী জানায়, ৭ মে মধ্যরাতের পর আকাশে উড়ে যাওয়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা।