রোনালদোর জুভেন্টাসের কাছে পাত্তাই পেলেন না মেসিরা
তাদের লড়াই মানেই রোমাঞ্চকর এক ম্যাচ। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াইয়ে তেমন ম্যাচ দেখেই অভ্যস্ত ফুটবলভক্তরা। কিন্তু এবার আর তেমন লড়াই হলো না। ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসের বিপক্ষে পাত্তাই পেল না লিওনেল মেসির দল। ঘরের মাঠে পুরো ম্যাচে দারুণ খেলেও গোল আদায় করে নিতে পারেননি মেসি। অন্যদিকে রোনালদো দাপুটে না থাকলেও দুটি গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন।
চ্যাম্পিয়ন্স লিগের 'জি' গ্রুপের ম্যাচে মঙ্গলবার রাতে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। এই জয়ে গ্রুপ সেরা হয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে দুটি গোল করেন রোনালদো। বাকি গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি।
আগের লেগে দাপটের সঙ্গেই জুভেন্টাসকে হারিয়েছিল বার্সেলোনা। গত অক্টোবরে প্রথম দেখায় জুভেন্টাসের মাঠেই ২-০ গোলে জিতেছিল কাতালানরা। গ্রুপ পর্বে দারুণ ছন্দেও ছিল বার্সা। টানা পাঁচ ম্যাচে জয় পায় তারা। মেসিদের জয়রথে লাগাম টেনে দারুণ এক জয় তুলে নিলে জুভেন্টাস। ২০১৬ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ হারলো বার্সা।
জুভেন্টাসের গোল না হজম করার পেছনে সবচেয়ে বড় অবদান গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের। পুরো ম্যাচে দেয়াল তুলে দাঁড়িয়ে ছিলেন অভিজ্ঞ এই গোলরক্ষক। একাই দলকে এগিয়ে নেওয়ার চেষ্টায় বারবার জুভেন্টাসের রক্ষণভাগে হানা দেওয়া মেসি বুফনের প্রাচীর ভাঙতে পারেননি। লক্ষ্যে সাতটি শট নিয়েও গোলের দেখা পাননি তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে লেইপজিগের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে রেড ডেভিলদের। ড্র হলেই চলতো ম্যান ইউর। কিন্তু আগের দেখায় ঘরের মাঠে লেইপজিগকে ৫-০ গোলে হারানো ম্যান ইউ এবার খেই হারিয়ে উল্টো ম্যাচ হেরে বসেছে। ১২ পয়েন্ট নিয়ে 'এইচ' গ্রুপ থেকে নক আউট পর্বে উঠেছে জার্মানির দলটি।
আগের ম্যাচ দিয়েই নক আউট পর্ব ও গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা চেলসি হোঁচট খেয়েছে। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে রাশিয়ান দল ক্রাসনোদারের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। প্যারিস সেইন্ট জার্মেই-ইস্তানবুল বাসাকসেহিরের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। ১৪ মিনিট খেলা হওয়ার পর চতুর্থ অফিসিয়ালের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে ইস্তানবুল বাসাকসেহিরের খেলোয়াড়রা মাঠ ছাড়ায় পরিত্যক্ত শঙ্কায় পড়ে গেছে ম্যাচটি।
