হজ মৌসুমে যেসব কারণে হতে পারে জরিমানা ও সৌদি থেকে বহিষ্কারের শাস্তি

হজ মৌসুমে নিয়ম ভঙ্গের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষত, যারা সরকারি অনুমোদন ছাড়া হজ করতে যাবে তাদের জন্য এ শাস্তির বিধান করা হয়েছে। তাছাড়া যারা অন্যদের এই নিয়ম ভঙ্গ করতে সহায়তা করবে—যেমন ভিজিট ভিসা ব্যবস্থা অথবা পরিবহণ বা আবাসনের ব্যবস্থা করে দেবে তাদের ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।
প্রয়োগের সময়সীমা
এই জরিমানা আগামী ১ জিলকদ (২৯ এপ্রিল) থেকে ১৪ জিলকদ (১০ জুন) পর্যন্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
অনুমোদন ছাড়া হজ
যে কেউ আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া হজ করতে এলে বা চেষ্টা করলে, তাকে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এটি নির্ধারিত সময়ের মধ্যে যারা মক্কা বা পবিত্র স্থানে প্রবেশ বা অবস্থান করার চেষ্টা করবেন এমন সকল ধরনের ভিজিট ভিসাধারীদের জন্য প্রযোজ্য।
অবৈধ প্রবেশ বা অবস্থানে সহায়তা দান
যারা অবৈধভাবে হজে অংশগ্রহণের জন্য সহায়তা করবে—যেমন ভিজিট ভিসা আবেদন করা, পরিবহণ ব্যবস্থা করা বা আবাসনের ব্যবস্থা করা—তাদের এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এর মধ্যে হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাড়ি, আশ্রয়কেন্দ্র, বা নির্ধারিত তীর্থযাত্রীদের আবাসস্থলে মানুষ আশ্রয় দেওয়াও অন্তর্ভুক্ত।
জরিমানার পরিমাণ নির্ধারণ করা হবে যতজনকে সহায়তা করা হয়েছে তার উপর ভিত্তি করে।
নির্বাসন এবং প্রবেশ নিষেধাজ্ঞা
যে বাসিন্দাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ও অবৈধভাবে মক্কায় হজ করতে প্রবেশ করবে তাদের সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হবে এবং আগামী ১০ বছর তারা সৌদি আরবে পুনরায় প্রবেশ করতে পারবে না।
যানবাহন বাজেয়াপ্তকরণ
যারা অবৈধভাবে মক্কায় যাত্রী পরিবহণ করবে, তাদের ব্যবহার করা যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে। তবে এটি কেবল তখনই হবে যদি যানবাহনটি পরিবহনকারী, সহায়ক বা কোন সহযোগীর মালিকানায় থাকে এবং এটি আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে হবে।